ত্রিনিদাদ : ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্সে। তার উপর ভিত্তি করে টেস্ট টিমে কামব্যাক । কিন্তু, ঘরোয়া ক্রিকেটের সেই ফর্ম দুই টেস্টে ধরে রাখতে পারলেন না অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। ডমিনিকায় প্রথম টেস্টে মাত্র ৩ রান করে আউট হয়ে যান। দ্বিতীয় টেস্টের (Second Test) প্রথম ইনিংসেও হতাশ করেছেন রাহানে। স্কোর বোর্ডে তোলেন মাত্র ৮ রান। যা নিয়ে নিজের অনুভূতির কথা শেয়ার করলেন ভারতের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া (Aakash Chopra)। তাঁর মতে, রাহানের 'নোটিস পর্ব চলছে।'
ত্রিনিদাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট চলছে। টেস্টের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে ভারতের হাতে। ২৯তম সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। অসাধারণ অর্ধ শতরান করেছেন- রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, যশস্বী জয়সওয়াল ও রবিচন্দ্রন অশ্বিনরা। যার উপর দাঁড়িয়ে প্রথম ইনিংসে ৪৩৮ রান তুলেছে টিম ইন্ডিয়া। যদিও নজর কাড়তে ব্যর্থ হন রাহানে। যা নিয়ে প্রথম দিনের শেষে নিজের ইউটিউব চ্যানেলে চোপড়া নিজের অনুভূতি শেয়ার করলেন। চোপড়া বলছেন, 'অজিঙ্ক রাহানে-দলের সহ অধিনায়ক, কিন্তু, আপনার মনে হবে ওঁর নোটিস পিরিয়ড চলছে। কিছু কিছু খেলোয়াড়ের সঙ্গে এরকম হয়। মনে হচ্ছে, রাহানের সঙ্গেও তা-ই হচ্ছে, তা-ই হবে।'
চোপড়ার সংযোজন, 'আগেও একবার ইনসাইড এজ হয়েছে ওঁর। আবার দ্বিতীয়বার হল এবং স্টাম্পে গিয়ে ঠেকল বল। এই সেসনে ভারত চার উইকেট হারায় । ধীর গতিতে রান ওঠে সেই সময় । কিন্তু, শেষমেশ ভারত চালকের আসনে পৌঁছেছে।'
এদিকে চলতি টেস্টের সমস্ত লাইমলাইট কেড়ে নিয়েছেন কোহলি। কারণ, এটি তাঁর ৫০০ তম আন্তর্জাতিক ম্যাচ। ৭৬টি শতরান ঝুলিতে। দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ৪৩৮। আগের টেস্টে শতরান হাতছাড়া হয় কোহলির। এই টেস্টে প্রথম ইনিংসে ২০৬ বল খেলে ১২১ রানের ইনিংস খেলেন। ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটে এটি তাঁর ২৯তম শতরান। পঞ্চম উইকেটে তিনি জাদেজাকে সঙ্গে নিয়ে ১৫৯ রান তোলেন। জাদেজাও টেস্টে তাঁর ১৯ তম অর্ধ শতরান করে ফেললেন। ১৫২ বল খেলে তাঁর ঝুলিতে ৬১ রান।
আরও পড়ুন ; আমার মধ্যে এখনও অনেক ক্রিকেট অবশিষ্ট রয়েছে, ক্যারিবিয়ান সফর শুরুর আগেই দাবি রাহানের
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন