নয়াদিল্লি: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে ব্যাট করতে নেমে শুরুতেই আউট হয়ে যান ভারতের ওপেনার কে এল রাহুল। শ্যানন গ্রাবিয়েলের বলে এলবিডব্লু আউট হওয়ার পর রিভিউ নেন রাহুল। অফস্ট্যাম্প থেকে ১৪৩.৫ কিমি গতির বল তাঁর পায়ে লাগে। প্যাডে না লাগল বল মিডল স্ট্যাম্পে গিয়ে লাগত। কিন্তু রাহুল রিভিউ চান। কিন্তু আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থাকে।
এ রকম একটা আউটের ক্ষেত্রে রিভিউ চাওয়ায় ট্যুইটার ব্যবহারকারীদের একাংশ রাহুলের তীব্র সমালোচনা করেছেন। বিভিন্ন তীর্যক মন্তব্যে তাঁরা রাহুলের রিভিউ নষ্ট করাকে কটাক্ষ করেছেন।











শিখর ধবন ও মুরলী বিজয়ের অনুপস্থিতিতে ওপেনার হিসেবে নিজের জায়গা পাকা করার ভালো একটা সুযোগ পেয়েছেন রাহুল। প্রথম ইনিংসে অবশ্য হতাশ করলেন তিনি।