বার্বাডোজ: প্রথম ম্যাচে দুরন্ত জয়। ৫ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল (Indian Cricket Team)। একপেশে লড়াইয়ে হারিয়ে দিয়েছিল রোহিত শর্মার (Rohit Sharma) দল ক্যারিবিয়ানদের। সিরিজের দ্বিতীয় ম্যাচেই পরীক্ষা নিরীক্ষার পথে হাঁটে টিম ম্য়ানেজমেন্ট। রোহিত ও বিরাটকে ছাড়াই দল নামানো হয়। আর তাতেই বুমেরাং হতে হল। আলজারি জোসেফ, রোমারিও শেফার্ডদের বোলিংয়ের সামনে নাকানিচোবানি খেতে হল ভারতীয় ব্যাটিং লাইন আপকে। একমাত্র ঈশান কিষাণের ব্যাট থেকে এল অর্ধশতরানের ইনিংস। সুযোগ পেয়েও ব্যর্থ হলেন সঞ্জু স্যামসন। রান পেলেন না হার্দিক পাণ্ড্যও। 


এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। বিরাট ও রোহিতকে বিশ্রাম দেওয়া হয়েছিল। এদিন গিলের সঙ্গে ওপেনে নেমেছিলেন ঈশান কিষাণ। ২ জনে মিলে ওপেনিংয়ে নেমে ভালই শুরু করেন। কিন্তু ব্যক্তিগত ৩৪ রানের মাথায় আউট হয়ে ফেরেন গিল। ডানহাতি তরুণ ওপেনার এদিন ৫টি বাউন্ডারি হাঁকিয়েছিলেন। কিন্তু বড় রান করার সুযোগ মিস করেন। ঈশান কিষাণ অবশ্য নিজের অর্ধশতরান পূরণ করেন। ৬টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান তিনি। শেষ পর্যন্ত ৫৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন উইকেট কিপার ব্য়াটার। মিডল অর্ডারে স্যামসনের কাছে এদিন সুযোগ ছিল নিজেকে প্রমাণ করার। কিন্তু তিনি ব্যর্থ হন। ৯ রান করেন তিনি। হার্দিক ৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন। সূর্যকুমার যাদব ৩টি বাউন্ডারির সাহায্যে ২৪ রান করে আউট হন। লোয়ার অর্ডারে ১৬ রান করেন শার্দুল ঠাকুর। শেষ পর্যন্ত ৪০.৫ ওভারে ১৮১ রানে অল আউট হয়ে যায় ভারতীয় দল। 


বিশ্বকাপের টিকিট মিলবে কবে থেকে?


চলতি বছরের শেষে ভারতের মাটিতে বসছে ওয়ান ডে বিশ্বকাপের (ODI World Cup 2023) আসর। ২০১১ সালের পর ফের একবার উপমহাদেশে ক্রিকেটের সবচেয়ে বড় ইভেন্ট। আগামী ১০ আগস্ট থেকে শুরু হতে চলেছে বিশ্বকাপের টিকিট বিক্রি। অনলাইনে টিকিট বিক্রি করা হবে। কিন্তু এবার শুধু অনলাইনের টিকিট দেখিয়ে মাঠে ঢোকা যাবে না। যাঁরা যাঁরা বিশ্বকাপের ম্যাচ দেখতে আসবেন, তাঁদের সেই সংশ্লিষ্ট কেন্দ্র থেকে ছাপা টিকিটও সংগ্রহ করতে হবে, শুক্রবার এমনটাই জানিয়ে দিয়েছেন বোর্ড সচিব জয় শাহ। এই বিষয়ে বিসিসিআইয়ের তরফে রাজ্য় ক্রিকেট সংস্থার কাছে টিকিটের দাম প্রসঙ্গেও জানতে চাওয়া হয়েছে। সূত্রের খবর, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সব রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে টিকিটের দাম কত রাখা হবে, তা জানতে চাওয়া হয়েছে।