ত্রিনিদাদ: অনেকে মনে করেন, রোহিত শর্মার (Rohit Sharma) পর তিনিই ভারতীয় দলকে সীমিত ওভারের ক্রিকেটে নেতৃত্ব দেবেন। ক্যাপ্টেন হিসাবে হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) ট্র্যাক রেকর্ড বেশ ঈর্ষণীয়। আইপিএলে সফল। জাতীয় দলের হয়েও যখন সুযোগ পেয়েছেন, দলকে জিতিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জয় যে সাফল্যের মুকুটে নবতম পালক।
ত্রিনিদাদে সিরিজ নির্ণায়ক ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ়কে ২০০ রানে ধরাশায়ী করে সিরিজ জিতেছে ভারত। উচ্ছ্বসিত হার্দিক। সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে গিয়েছিল ভারত। কিন্তু দ্বিতীয় ম্যাচে ভরাডুবি হয় টিম ইন্ডিয়ার। তৃতীয় ম্যাচে পদস্খলনের অর্থ ছিল, সিরিজ হাতছাড়া হওয়া। দীর্ঘ ১৭ বছর পর ওয়েস্ট ইন্ডিজ়ের কাছে ওয়ান ডে সিরিজ হারের যন্ত্রণা হজম করতে হতো ভারতীয় দলকে।
হার্দিকরা অবশ্য তা হতে দেননি। সিরিজ জিতে স্বাভাবিকভাবেই খুশি হার্দিক। বলেছেন, 'সত্যি কথা বলতে কী, অধিনায়ক হিসাবে এরকম ম্যাচ খেলতে চাই। যেখানে সব কিছু সরু সুতোর ওপর ঝুলছে। জানতাম ব্যর্থ হলে হতাশা সঙ্গী হবে। তবে যেভাবে ছেলেরা চাপ সামলে নিজেদের চারিত্রিক দৃঢ়তা দেখিয়েছে, অধিনায়ক হিসাবে সেটাই দেখতে চাই। ওদের চাপ সামলে পরিস্থিতি উপভোগ করতে হবে এভাবেই।' তারপরই অধিনায়ক হার্দিকের উপলব্ধি, 'চাপ সামলাতে না পারলে নায়ক হতে পারবে না।'
বিরাট কোহলি-রোহিত শর্মা সিরিজের শেষ দুই ম্যাচে খেলেননি। ওয়ান ডে বিশ্বকাপের আগে সকলকে দেখে নিতে চাইছে টিম ম্যানেজমেন্ট। তাই এই সিদ্ধান্ত। হার্দিক বলছেন, 'অবশ্যই বিরাট ও রোহিত এই দলের অবিচ্ছেদ্য অঙ্গ। তবে রুতু (রুতুরাজ গায়কোয়াড়), অক্ষরের মতো ক্রিকেটারদের খেলানোর সুযোগ ছিল। তরুণদের সুযোগ দেওয়াটাও দরকার।'
মঙ্গলবারের ম্যাচে তিনি নিজে ৫২ বলে ৭০ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। হার্দিকের কথায়, 'ক্রিজে কিছুটা সময় কাটাতে চেয়েছিলাম। উইকেট ভাল ছিল। কয়েকদিন আগেই বিরাটের সঙ্গে কথা হয়। ও বেশ কয়েকটা ব্যাপার নিয়ে বলেছিল। বলেছিল, উইকেটে যেন কিছুটা সময় কাটাই। সেটা মাথায় ছিল।'
আরও পড়ুন: ব্যাটারদের দাপটের পর বল হাতে কামাল শার্দুল-মুকেশের, ওয়েস্ট ইন্ডিজ়কে গুঁড়িয়ে সিরিজ ভারতের
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন