মুম্বই: ভারতীয় ক্রিকেট দল (India Cricket Team) এই মুহূর্তে জিম্বাবোয়ে (Zimbabwe) সফরে গিয়েছে। সেখানে তিনটি ওয়ান ডে ম্যাচ খেলবে দল। কে এল রাহুলের নেতৃত্বে আসন্ন এই সিরিজে খেলতে নামবে টিম ইন্ডিয়া (Team India)। হারারেতে তিন ম্যাচের সিরিজ খেলবে ভারতীয় দল (India Cricket Team)। কিন্তু সেখানে পুল সেশন বন্ধ রাখা হয়েছে কে এল রাহুলদের। বিসিসিআইয়ের (BCCI) তরফেই সেই নির্দেশ দেওয়া হয়েছে।
কিন্তু কেন পুল সেশন বন্ধ?
জিম্বাবোয়ে আর্থিকভাবে অত্যন্ত দুর্বল দেশ। এছাড়াও সম্প্রতি সেখানে জলসঙ্কটও দেখা দিয়েছে। হারারেতে সেই পরিস্থিতি আরও জটিল। তাই বিসিসিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যাতে অতিরিক্ত জল কোনওভাবেই নষ্ট না করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই কর্তা জানিয়েছেন, ''হ্যাঁ, হারারেতে জলের অবস্থা গুরুতর এবং খেলোয়াড়দের সে বিষয়ে জানানো হয়েছে। তাঁরা যেন কোনওরকমভাবে জল অপচয় না করে, তার নির্দেশ দেওয়া হয়েছে। তাই যত কম সময় স্নান করা যায়, সেটাই জানানো হয়েছে। তার জন্যই রাহুলদের পুল সেশনগুলো বাদ দেওয়া হয়েছে।"
উল্লেখ্য, জলের সঙ্কটের জন্য এই মুহূর্তে হারারের স্থানীয় বাসিন্দাদেরও খারাপ অবস্থা। মর্টন জাফরাট ওয়াটার ট্রিটমেন্ট ওয়াটারওয়ার্কস, যেখান থেকে জল সারা শহরে ছড়িয়ে পড়ে, সেখানে জল শেষ হয়ে গিয়েছে। ফলে পরিস্থিতি ভীষণ খারাপ।
সুন্দরের বদলি শাহবাজ
এদিকে, চোট পেয়ে জিম্বাবোয়ে সিরিজ থেকে ছিটকে যাওয়া ওয়াশিংটন সুন্দরের বদল ভারতীয় দলে ডাক পেলেন বাংলার শাহবাজ আহমেদ। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে বিগত দুই মরসুমে বেশ ভাল পারফর্ম করেছেন শাহবাজ। রঞ্জি মরসুমেও বাংলার হয়ে একাধিক ম্যাচে দলকে কঠিন পরিস্থিতি থেকে বের করেছেন শাহবাজ। ব্যাটে-বলে উভয় বিভাগেই নিয়মিতভাবে ভাল পারফর্ম করার পুরস্কার পেলেন শাহবাজ। ১৮ তারিখ থেকে ভারতীয় দল জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে খেলতে নামবে। হারারে স্পোর্টস ক্লাবেই এই তিন ম্যাচই আয়োজিত হবে।
আরও পড়ুন: জিম্বাবোয়ে সফরেও নেই সুন্দর, পরিবর্তে প্রথমবার জাতীয় সুযোগ পেলেন বাংলার শাহবাজ