মুম্বই: আশঙ্কা ছিলই, সেই আশঙ্কা সত্যি করেই ফের চোটের কারণে ভারতের জার্সি গায়ে মাঠে নামতে পারছেন না ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। আসন্ন জিম্বাবোয়ে সফর থেকে ছিটকে গেলেন তিনি। বিসিসিআইয়ের (BCCI) তরফে আজই, মঙ্গলবার (১৬ অগাস্ট) ওয়াশিংটনের জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ থেকে ছিটকে যাওয়ার কথা সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়।


কাউন্টি ক্রিকেটে চোট


ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলছিলেন ওয়াশিংটন সুন্দর (Washinton Sundar)। সেখান থেকেই সরাসরি জিম্বাবোয়ে উড়ে যাওয়ার কথা ছিল তারকা অলরাউন্ডারের। তবে ১০ অগাস্ট (বুধবার) ল্যাঙ্কাশায়ারের হয়ে উরস্টারশায়ারের বিরুদ্ধে রয়্যাল লন্ডন ওয়ান ডে কাপে খেলাকালীনই কাঁধে চোট পান সুন্দর। সেই চোটের জেরেই মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। স্বাভাবিকভাবেই এর জেরে উদ্বেগ বাড়ছিল ভারতীয় দলের। জল্পনা ছিল এই চোটের জেরে আসন্ন জিম্বাবোয়ে সফর থেকে ছিটকে যেতে পারেন তারকা অলরাউন্ডার। সেই জল্পনাই শেষমেশ সত্যি হল। 


প্রসঙ্গত, আইপিএলে নিজের বোলিং হাতে চোট পাওয়ার পর থেকে বহুদিন মাঠের বাইরে ছিলেন ওয়াশিংটন। আইপিএলও মাঝপথেই ছাড়তে হয় তাঁকে। তারপরেই কাউন্টি ক্রিকেটে প্রথমবার দেখা গিয়েছিল তাঁকে। এবার সেখানেও চোটের হাত থেকে রেহাই পেলেন না ভারতীয় অলরাউন্ডার। তাঁর বদলে ভারতীয় দলে প্রথমবার সুযোগ পেলেন বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed)। 


 






 


আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে বিগত দুই মরসুমে বেশ ভাল পারফর্ম করেছেন শাহবাজ। রঞ্জি মরসুমেও বাংলার হয়ে একাধিক ম্যাচে দলকে কঠিন পরিস্থিতি থেকে বের করেছেন শাহবাজ। ব্যাটে-বলে উভয় বিভাগেই নিয়মিতভাবে ভাল পারফর্ম করার পুরস্কার পেলেন শাহবাজ। ১৮ তারিখ থেকে ভারতীয় দল জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে খেলতে নামবে। হারারে স্পোর্টস ক্লাবেই এই তিন ম্যাচই আয়োজিত হবে। 


জিম্বাবোয়ে সফরে ভারতের সম্পূর্ণ স্কোয়াড:-


কে এল রাহুল (অধিনায়ক), শিখর ধবন (সহ অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, দীপক হুডা, ইশান কিষান (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, অক্ষর পটেল, আবেশ খান, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ, দীপক চাহার, শাহবাজ আহমেদ।


আরও পড়ুন: চলে গেলেন প্রাক্তন বিসিসিআই সচিব, কী কারণে মৃত্যু?