হারারে: প্রথম ওয়ান ডেতে জিম্বাবোয়েকে ১৮৯ রানে বেঁধে রাখার পর শুভমন গিল ও শিখর ধবনের দাপটে ১০ উইকেটে ম্যাচ জিতেছিল ভারতীয় দল (Indian Cricket Team)। আজ দ্বিতীয় ম্যাচে (IND vs ZIM 2nd ODI) ততটা দাপুটে ভঙ্গিমায় না হলেও, বেশ সহজেই ম্যাচ ও সিরিজ জিতে নিল টিম ইন্ডিয়া। জয়ের জন্য ১৬২ রানের টার্গেট ভারতীয় দলের জন্য একেবারেই কঠিন হওয়ার কথা ছিল না। হলও না। সহজে পাঁচ উইকেটে ম্যাচ জিতল ভারত।
ব্যর্থ রাহুল
গত ম্য়াচে ব্যাট করার সুযোগই পাননি, তাই এদিন ম্যাচ প্র্যাক্টিসের জন্য গিলের বদলে ওপেন করতে নামেন দলের অধিনায়ক কেএল রাহুল (KL Rahul)। তবে চোট আঘাত সারিয়ে দীর্ঘ সময় পরে রাহুলের কামব্যাকটা ব্যাট হাতে খুব মধুর হল না। মাত্র এক রানে এলবিডব্লু হন তিনি। গত ম্যাচের দুই হিরো শিখর ও গিল, উভয়েই শুরুটা ভাল করেছিলেন বটে। তবে দুইজনেই ৩৩ রানে সাজঘরে ফেরেন। ঈশান কিষাণও ব্যর্থ। তিনি ছয় রান করেন। মাঝে পরপর উইকেট হারিয়ে ক্ষণিকের জন্য ভারত একটু চাপে পড়েছিল বটে, তবে দীপক হুডা ও সঞ্জু স্যামসন ইনিংস সামলে নেন। হুডা অবশ্য ২৫ রানে আউট হয়ে যান। তবে স্যামসন শেষ পর্যন্ত টিকে থেকে দলকে ম্যাচ জিতিয়েই ফেরেন। তিনি ৪৩ রানে অপরাজিত থাকেন। ১৪৬ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় ভারত।
প্রথম ইনিংস
সিরিজের প্রথম ম্যাচের মতোই এই ম্যাচেও টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক কেএল রাহুল। আগের ম্যাচের মতোই ভারতীয় বোলাররা প্রথম ইনিংসে দাপট দেখাল। মাত্র ১৬১ রানে গুটিয়ে দিল জিম্বাবোয়ের ব্যাটিং ইনিংস। গত ম্য়াচের সেরা দীপক চাহার এই ম্যাচে মাঠে নামেননি। তাঁর বদলে এদিন ভারতীয় একাদশে সুযোগ পান শার্দুল ঠাকুর (Shardul Thakur)। চাহারের চোটের বিষয়ে রাহুল বিস্তারিত না জানালেও, সম্ভবত হালকা চোট পেয়েছেন চাহার। চাহার নেই তো কী, চাহারের মতোই সুযোগ পেয়ে বল হাতে জ্বলে উঠলেন শার্দুল। তিনিই ভারতের হয়ে সর্বাধিক তিন উইকেট নেন।
এছাড়া ভারতের ব্যবহার করা বাকি পাঁচ বোলার মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, অক্ষর পটেল, কুলদীপ যাদব ও দীপক চাহার, একটি করে উইকেট নেন। জিম্বাবোয়ের বাকি দুই উইকেট রান আউটে পড়েছে। ব্যাট হাতে জিম্বাবোয়ের হয়ে সর্বাধিক ৪২ রান করেন সিন উইলিয়ামস। শেষের দিকে রায়ান বার্ল একটু লড়াই করেন বটে। তবে অপরপ্রান্ত থেকে সব উইকেট পড়ে যায়। ৩৯ রানে অপরাজিত থেকে যান বার্ল।
আরও পড়ুন: ইংল্যান্ড সফরের পরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন ঝুলন গোস্বামী?