মুম্বই: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট জয়ের তৃপ্তি ধাক্কা খেল ভারতীয় মহিলা দলের (Indian Womens Cricket Team)। ওয়ান ডে সিরিজে পরপর দুই ম্যাচে ভারতকে হারিয়ে দিল অস্ট্রেলিয়া (IND W vs AUS W)। সেই সঙ্গে সিরিজ জয়ও নিশ্চিত করে ফেলল। এক ম্যাচ বাকি থাকতেই। শনিবার ভারতকে ৩ রানে হারিয়ে ওয়ান ডে সিরিজে ২-০ এগিয়ে গেল অস্ট্রেলিয়া। শেষ ম্যাচ কার্যত নিয়মরক্ষার হয়ে দাঁড়াল।


শনিবার ভারতের হয়ে লড়াই করলেন এক বঙ্গকন্যা। শিলিগুড়ির রিচা ঘোষ (Richa Ghosh)। পায়ের পেশির টান সামলে ব্যাট হাতে লড়াই করলেন। এদিন নায়ক হয়ে উঠতে পারতেন রিচা। পারলেন না। ফিরলেন ৯৬ রানে। সেঞ্চুরি থেকে মাত্র ৪ রান দূরে। অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচ জেতানো সেঞ্চুরি বঙ্গতনয়ার সাফল্যের মুকুটে রঙিন পালক হয়ে থাকতে পারত। কিন্তু পারলেন না রিচা। ওয়ান ডে ক্রিকেটে প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরির দোরগোড়া থেকে ফিরলেন। তিনি তিন অঙ্কে পৌঁছলে সেটা হতো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে ক্রিকেটে ভারতীয় মহিলা ক্রিকেটারদের পঞ্চম সেঞ্চুরি। কিন্তু পারলেন না রিচা।


আরও পড়ুন: নতুন চাকরি পেলেন সানা, জানালেন গর্বিত বাবা সৌরভ


পারল না ভারতও। অস্ট্রেলিয়ার ২৫৮/৮ তাড়া করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২৫৫/৮ স্কোরে আটকে গেল। মাত্র ৩ রানে রুদ্ধশ্বাস ম্যাচে হার মানতে হল টিম ইন্ডিয়াকে।


টস জিতে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া তুলেছিল ২৫৮/৮। হাফসেঞ্চুরি ফিবি লিচফিল্ড (৬৩ রান) ও এলিস পেরির (৫০ রান)। ৩৮ রানে ৫ উইকেট দীপ্তি শর্মার। যিনি ঘরোয়া ক্রিকেটে খেলেন বাংলার হয়ে।


ফিল্ডিং করার সময় সংঘর্ষে মাথায় চোট পান ভারতের ক্রিকেটার স্নেহ রানা (Sneh Rana)। তাঁর পরিবর্তে কনকাসন সাব হিসাবে নামানো হল হার্লিন দেওলকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করার সময় সতীর্থের সঙ্গে সংঘর্ষ হয় স্নেহর। মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয় তাঁকে। মাথায় যন্ত্রণা হচ্ছে বলেও জানান তিনি। মাঠ থেকেই স্ক্যান করানোর জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্নেহকে। ভারতীয় ক্রিকেট বোর্ড বিবৃতি দিয়ে জানিয়ে দেয়, এই ম্যাচে আর খেলতে পারবেন না তিনি। হার্লিনের নাম পরিবর্ত হিসাবে জানিয়েও দেওয়া হয়।


ব্যাট হাতে ফের ব্যর্থ হরমনপ্রীত। ৫ রান করে ফিরলেন। রিচা ছাড়া লড়াি করেছেন জেমাইমা রডরিগেজ (৪৪) ও স্মৃতি মান্ধানা (৩৪)। তবে তা দলকে জেতানোর মতো ছিল না।


আরও পড়ুন: ফুটবল ছেড়ে চাষ শুরু করেছিলেন বাবা, অপূর্ণ স্বপ্নপূরণের লক্ষ্যে দৌড় মেসি-ভক্ত ষোড়শীর


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে