বার্মিংহাম: আজ কমনওয়েলথ গেমসের (CWG 2022) ক্রিকেটের গোল্ড মেডেল ম্যাচে এজবাস্টনে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে হরমনপ্রীতের নেতৃত্বধীন ভারতীয় দল (IND-W vs AUS-W Final)। সেই ম্যাচে প্রথম ইনিংসে মোটামুটি ভালই খেললেন ভারতীয় তারকারা।


অপরিবর্তিত দল


বড় ম্যাচে বরাবরই বোর্ডে রান থাকাটা কাজে দেয়। সেইমতোই অজি অধিনায়িকা মেগ ল্যানিং এদিন টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। গতকালের সেমিফাইনাল থেকে দুই দলের কেউই প্রথম একাদশে কোনও বদল করেনি। সেমিফাইনালে জেমাইমা রডরিগেজের হালকা চোট লাগায় তিনি শেষ ওভারে ফিল্ডিং করেননি। সেই নিয়ে হালকা ভারতীয় সমর্থকরা চিন্তিত থাকলেও, তিনি এদিন মাঠে নামেন।


ম্যাচে এদিন শুরুতেই অ্যালিসা হিলিকে সাত রানে ফিরিয়ে দিয়ে ভারতের হয়ে শুরুটা দারুণ করেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক রেণুকা সিংহ (Renuka Singh)। তবে আরেক ওপেনার বেথ মুনিকে সঙ্গে নিয়ে মেগ ল্যানিং দ্বিতীয় উইকেটে ৭৪ রান যোগ করে ইনিংসকে স্থায়িত্ব প্রদান করেন। তবে ৩৬ রানে রান আউট হন মেগ। প্রায় সঙ্গে সঙ্গেই ফেরেন থালিয়া ম্য়াকগ্রাও। 


শেষের ওভারে কামব্যাক


চতুর্থ উইকেটে অ্যাশলে গার্ডনার বেথ মুনির সঙ্গে ৩৮ রান যোগ করেন। গার্ডনার করেন ২৫ রান। এই সময়ে অস্ট্রেলিয়া বেশ বড় রান করবে বলেই মনে হচ্ছিল। তবে শেষের দিকে একের পর এক উইকেট নিয়ে অজিদের রানের উপর অঙ্কুশ লাগায় ভারতীয় বোলাররা। মুনি অবশ্য একদিকে ব্যাট করে যাচ্ছিলেন। শেষমেশ এক হাতে অনবদ্য এক ক্যাচ নিয়ে ৬১ রানে তাঁকে ফেরান দীপ্তি শর্মা।


অস্ট্রেলিয়া শেষ করে আট উইকেটের বিনিময়ে ১৬১ রানে। এই ম্যাচে আবারও ভারতের সফলতম বোলার রেণুকাই। তিনি ২৫ রানের বিনিময়ে দুই উইকেট নেন। স্নেহ রানাও দুই উইকেট নিয়েছেন, তবে তিনি ৩৮ রান খরচ করেন। সোনা জেতার জন্য ভারতকে ১৬২ রান করতে হবে। এই লক্ষ্য চ্যালেঞ্জিং হলেও, নাগালের বাইরে কিন্তু নয়।


আরও পড়ুন: ঝোড়ো অর্ধশতরানে ফর্মে ফিরলেন শ্রেয়স, ১৮৮ রান তুলল ভারত