ফ্লোরিডা: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আজ পঞ্চম তথা সিরিজের শেষ ম্যাচে ((IND vs WI 5th T20) )মুখোমুখি হয়েছে ভারতীয় দল। সেই ম্যাচে দলের অধিনায়ক রোহিত শর্মাসহ মোট চার বদল করেছিল ভারতীয় দল। তবে তাতে তাদের ব্যাটিংয়ে তেমন কোনও বদল হল। গতকালের মতোই প্রথমে ব্যাট করে বড় রান তুলল ভারতীয় দল।
চার বদল
চতুর্থ টি-টোয়েন্টিতে শেষ হওয়ার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই ফের আজ পঞ্চম টি-টোয়েন্টি খেলতে মাঠে নেমেছে দুই দল। তাই দুই দলেই বদল হবে, এমনটা আশা করাই হচ্ছিল। সেইমতোই চারটি করে বদল করে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। ভারতীয় দলে অধিনায়ক রোহিত শর্মার পাশাপাশি সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, ভুবনেশ্বর কুমারের মতো নিয়মিত একাদশে থাকা তিন তারকাকেও বিশ্রাম দেওয়া হয়। পরিবর্তে দলে ফেরেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya), সুযোগ পান ঈশান কিষাণ, শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ও কুলদীপ যাদব। হার্দিককেই দলের নেতৃত্বের দায়ভার দেওয়া হয়।
শ্রেয়সের অর্ধশতরান
টসে জিতে হার্দিক প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। তবে এদিন রোহিতের বদলে ঈশান কিষাণ সুযোগ পেলেও মাত্র ১১ রান করে আউট হয়ে ব্যর্থ হন। ঈশান আউট হলে দীপক হুডা ও শ্রেয়স আইয়ার ইনিংস সামলান। বেশ কয়েকদিন ধরে খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাওয়া শ্রেয়স আইয়ারকে দুরন্ত ছন্দে দেখায়। তিনি ৪০ বলে ৬৪ রানের একটি দারুণ ইনিংস খেলেন। শ্রেয়সই এই ইনিংসে ভারতের সর্বোচ্চ রানসংগ্রাহক। এছাড়া দীপক হুডাও শ্রেয়সকে ভাল সঙ্গ দেন। দুইজনে মিলে দ্বিতীয় উইকেটে ৭৬ রান যোগ করেন। হুডা ৩৮ রান করেছেন।
এই ম্যাচেও পাওয়ার প্লেতে ভারতীয় দলের আগ্রাসী মনোভাবে ব্যাটিং নজর কাড়ে। ঈশানকে হারালেও, প্রথম ছয় ওভারে ভারত ৫৩ রান তোলে। আজকের অধিনায়ক হার্দিক পাণ্ড্য ১৬ বলে ২৮ রানের একটি সুন্দর ক্যামিও খেলেন। মূলত শ্রেয়স, হুডা ও হার্দিকের জেরেই ভারতীয় দল নির্ধারিত ২০ ওভারে গতকালের থেকে তিন কম, ১৮৮ রান তোলে (সাত উইকেটের বিনিময়ে)। এবার দেখার দলের বোলাররা কেমন পারফর্ম করেন। ভুবনেশ্বর কুমারের অনুপস্থিততে অর্শদীপ সিংহের কাঁধে গুরুদায়িত্ব থাকবে। নজর থাকবে দলে চোট সারিয়ে কামব্যাক ঘটানো কুলদীপের দিকেও।
আরও পড়ুন: ফাইনালে প্রথমে বোলিং ভারতীয় দলের, প্রথম একাদশে কারা সুযোগ পেলেন?