মীরপুর: বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত জয় ছিনিয়ে নিল ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Womens Cricket Team)। অর্ধশতরানের ইনিংস খেললেন ভারতীয় দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর। প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১১৪ রানই বোর্ডে তুলতে পারে বাংলাদেশ। জবাবে রান তাড়া করতে নেমে ১৬.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়ােজনীয় রান তুলে নেয় ভারত। ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন হরমনপ্রীত কৌর।


এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন হরমনপ্রীত কৌর। কিন্তু ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে মাত্র ১১৪ রানেই অল আউট হয়ে যায় বাংলাদেশ। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৪ রান বোর্ডে তুলে নেয় বাংলাদেশ। ২২ রানের ইনিংস খেলেন সাথী রানি। ১৭ রানের ইনিংস খেলেন শামিমা সুলতান। ২৩ রান করেন সোহানা মোস্তারে। 


জবাবে রান তাড়া করতে নেমে পাওয়ার প্লে-তেই ২ উইকেট হারায় ভারত। প্রথমে শেফালি আইট হয়ে ফিরে যান খাতা খোলার আগেই। স্মৃতি মন্ধানা ৩৪ বলে খেলে ৩৮ রান করেন। ৫টি বাউন্ডারি হাঁকান তিনি। হরমনপ্রীত কৌর ৩৫ বলে ৫৪ রান করেন। নিজের ইনিংসে ৬টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান। 


বাংলাদেশ শুরুটা কিন্তু মন্দ করেনি। দুই বাংলাদেশ ওপেনার সাথী রানি ও শামিমা সুলতানা ওপেনিংয়ে ২৭ রান যোগ করেন। তবে এই ম্যাচেই ভারতের হয়ে অভিষেক ঘটানো মিন্নু মানি শামিমাকে ১৭ রানে আউট করে ভারতকে প্রথম সাফল্য এনে দেন। এরপর দ্বিতীয় উইকেটে রানি ও শোভানি মোস্তারি ২৫ রান যোগ করেন। রানিকে ২৬ রানে বোল্ড করে বাংলাদেশকে দ্বিতীয় ধাক্কা দেন। তবে ২৫ রান যোগ করলেও, দুই ব্যাটারের কেউই দ্রুত গতিতে রান করতে পারেননি। বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা (Nigar Sultana) চার নম্বরে ব্যাট করতে নেমে দুই রানের বেশি যোগ করতে পারেননি।


মোস্তারি দীর্ঘক্ষণ লড়াই চালালেও ২৩ রানেই তাঁর লড়াই শেষ হয়। শেফালি ভার্মার বলে স্টাম্প আউট হন তিনি। ১৬তম ওভারে বাংলাদেশের স্কোর ছিল চার উইকেটের বিনিময়ে ৭৮ রান। শেষমেশ শর্না আখতার ২৮ বলে ২৮ রানের ইনিংস খেলেন। কোনওরকমে নির্ধারিত ২০ ওভারে শতরানের গণ্ডি পার করে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে কোনওরকমে ১১৪ রান তোলে বাংলাদেশ। ভারতের হয়ে শেফালি, পূজা ও মিন্নু মানি একটি করে উইকেট নেন। বাংলাদেশ বাকি দুই উইকেট রান আউটের মাধ্যমে হারায়।