ঢাকা: প্রথম ম্যাচে হারতে হয়েছিল। দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজে সমতা ফেরাল ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Womens Cricket Team)। বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ (One Day Series) খেলছে হরমনপ্রীতের (Harmanpreet Kaur) দল। দ্বিতীয় ম্যাচে ১০৮ রানে জয় ছিনিয়ে নিল তাঁরা। অর্ধশতরান হাঁকালেন জেমিমা রডরিগেজ ও হরমনপ্রীত কৌর। প্রথমে ব্যাট করতে নেমে ভারত ২২৮ রান বোর্ডে তুলে নেয়। জবাবে রান তাড়া করতে নেমে ১২০ রানেই অল আউট হয়ে যায় বাংলাদেশ। 


ঢাকায় (Dhaka) শেরে বাংলা স্টেডিয়ামে এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ওপেনিংয়ে প্রিয়া পুনিয়া ও স্মৃতি মন্ধানা মিলে ইনিংসের গোড়াপত্তন করতে নেমেছিলেন। প্রিয়া ৭ রানে ফিরে যান। ৩৬ রান করে ফেরেন বাঁহাতি ভারতীয় ওপেনার। ইয়াস্তিকা ভাটিয়া ১৫ রান করে ফেরেন। এরপর হরমনপ্রীত ও জেমিমা মিলে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যেতে থাকেন। ভারতীয় দলের ক্যাপ্টেন হরমনপ্রীত ৮৮ বলে ৫২ রানের ইনিংসে ৩টি বাউন্ডারি হাঁকান। রডরিগেজ ৭৮ বলে ৮৬ রানের ইনিংসে ৯টি বাউন্ডারি হাঁকান। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ২২৮ রান বাের্ড তুলতে পারে ভারত। 


রান তাড়া করতে নেমে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ শুরু থেকেই ভাঙন ধরে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করে ফারগানা হক। রিতু মনি ১৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন। এছাড়া আর কেউই তেমন বড় রান পাননি। শেষ পর্যন্ত ৩৫.১ ওভারেই ১২০ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। 


এশিয়া কাপে কোথায় হবে ভারত-পাক?


বিশ্বকাপের আগেই ভারত-পাক মহারণ। এশিয়া কাপে শ্রীলঙ্কার মাটিতে বসতে চলেছে এই টুর্নামেন্ট। আর সেখানেই রোহিত শর্মা ও বাবর আজমের দল মুখোমুখি হতে চলেছে। আগামী ২ সেপ্টেম্বর ২২ গজে নামতে চলেছে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। শ্রীলঙ্কার ক্যান্ডিতে আয়োজিত হবে এই খেলা।



এর আগে ভারতের মাটিতে হওয়ার কথা ছিল এশিয়া কাপ। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের দল পাঠাতে চায়নি ভারতে। তারপরই টুর্নামেন্টের ভেন্য়ু বদলে শ্রীলঙ্কায় নিয়  যাওয়া হয়। গ্রুপ পর্বে নেপালের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। সেপ্টেম্বরের ৪ তারিখ ২ দল মাঠে নামবে। ৩০ আগস্ট নেপাল বনাম পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপের গ্রুপ পর্বের লড়াই। মুলতানে হবে এই খেলা।