দুবাই: আইসিসি একদিনের ক্রিকেট র‌্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে ভারত। ১১০ পয়েন্ট পেয়েছে মহেন্দ্র সিংহ ধোনির দল।বেশ কিছুদিন একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেনি ভারতীয় দল। ঘরের মাঠে ১৩টি টেস্ট ম্যাচ খেলবে বিরাট কোহলির দল। ফলে আপাতত একদিনের র‌্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান উন্নত হওয়ার সম্ভাবনা নেই।

ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে একদিনের ক্রিকেটে র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছেন কোহলি। ৮১৩ পয়েন্ট নিয়ে তিনি দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্সের পিছনে আছেন। প্রথম দশে আছেন আরও দুই ভারতীয়। সাত নম্বরে রোহিত শর্মা এবং আট নম্বরে শিখর ধবন। বোলার বা অলরাউন্ডারদের তালিকার প্রথম দশে কোনও ভারতীয় নেই।