লন্ডন: হকি প্রো লিগে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে জয়। পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থান ধরে রাখল ভারতীয় হকি দল। নির্ধারিত সময়ে ৪-৪ ছিল স্কোরলাইন। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই পেনাল্টি শুট আউটে ৪-২ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় ভারতীয় হকি দল। এদিন খেলার ৭ মিনিটের মাথায় প্রথমে এগিয়ে যায় ভারত। হরমনপ্রীত প্রথম গোল করেন দলের হয়ে। ৮ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে ম্য়াচে সমতা ফেরায় গ্রেট ব্রিটেন। প্রথম কোয়ার্টারে আর কোনও দলই গোল করতে পারেনি। এরপর দ্বিতীয় কোয়ার্টারে ১৯ মিনিটের মাথায় মনদীপ সিংহের গোলে ফের এগিয়ে যায় ভারত। খেলার ২৮ মিনিটের মাথায় সুখজিৎ সিংহের গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় ভারত। দ্বিতীয় কোয়ার্টারে আর কোনও দল গোল করতে পারেনি। তৃতীয় কোয়ার্টারে এক গোল শোধ করে গ্রেট ব্রিটেন।
ভারতের হয়ে অভিষেক ৫০ মিনিটের মাথায় আরও একটি গোল করেন। কিন্তু দুটো গোল করে সমতা ফেরায় গ্রেট ব্রিটেন। শেষ পর্যন্ত নির্ধারিত সময় অনুযায়ী ৪-৪ ব্যবধানে খেলা শেষ হয়। টাইব্রেকারে ম্য়াচ গড়ায় এরপর। ভারতের তরফে মনপ্রীত, হরমনপ্রীত, পাঠক ও অভিষেক গোল করেন। তবে গ্রেট ব্রিটেনের হয়ে মাত্র ২জনই গোল করতে পেরেছিলেন।
টিম ইন্ডিয়ার জার্সির দাম কত?
টেস্ট হোক বা ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি - তিন ফর্ম্যাটে তিন নতুন জার্সি পরে মাঠে নামবেন রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিরা (Virat Kohli)। টিম ইন্ডিয়ার নতুন জার্সি ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। অনেকেই মুখিয়ে রয়েছেন, নতুন জার্সি কেনার জন্য। কীভাবে পাবেন ভারতীয় দলের নতুন জার্সি? কোথায় অর্ডার করবেন? দামই বা কত?
বিখ্যাত ক্রীড়া সরঞ্জাম ও পোশাক প্রস্তুতকারী সংস্থা আদিদাসের তরফে জানানো হয়েছে, ভারতের নতুন ওয়ান ডে জার্সির দাম করা হয়েছে ৪৯৯৯ টাকা। নতুন টি-টোয়েন্টি ও টেস্ট দলের জার্সিরও একই দাম। অর্থাৎ, চার হাজার ৯৯৯ টাকা। পাশাপাশি ওয়ান ডে জার্সির রেপ্লিকা তৈরি করা হচ্ছে। যার দাম ২৯৯৯ টাকা। সমর্থকদের উন্মাদনার কথা মাথায় রেখে বিশেষ ফ্যান জার্সিও থাকছে। যার দাম করা হয়েছে ৯৯৯ টাকা।
সমর্থকেরা চাইলে অনলাইনেই কিনে নিতে পারেন ভারতীয় দলের নতুন জার্সি। আদিদাস ইন্ডিয়ার ওয়েবসাইট –https://www.adidas.co.in/Indian_cricket_teamথেকে নতুন জার্সি অর্ডার করা যাবে। ৪ জুন থেকে এই জার্সি পাওয়া যাবে অনলাইনে।