কানপুর: অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনের দাপটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনেই জয়ের কাছাকাছি পৌঁছে গেল বিরাট কোহলির ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে চার উইকেটে ৯৩ রান করেছে নিউজিল্যান্ড। জিততে গেলে এখনও ৩৪১ রান করতে হবে কিউয়িদের। যা কার্যত অসম্ভব বলেই মনে হচ্ছে। এই ঘূর্ণি পিচে ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে না। ফলে ভারতের জয়ের দিকেই পাল্লা ভারী।


নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে তিনটি উইকেটই নিয়েছেন অশ্বিন। তিনি দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে টেস্টে ২০০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন। ৩৭ টেস্টে ২০০ উইকেট নিলেন অশ্বিন। তিনি এই ইনিংসের শুরুতেই মার্টিন গাপটিল (০) এবং টম লাথামকে (২) ফিরিয়ে দেন। চতুর্থ ওভারে মাত্র ৩ রানে ২ উইকেট হারিয়ে তখন প্রবল চাপ তৈরি হয়ে গিয়েছিল কিউয়িদের উপর। তারপর অধিনায়ক কেন উইলিয়ামসনের সঙ্গে মিলে দলের হাল ধরার চেষ্টা করেন রস টেলর। তবে উইলিয়ামসনকে (২৫) ফিরিয়ে দেন অশ্বিন। এরপর টেলর (১৭) উইকেট ছুঁড়ে দেন। দ্বিতীয় রান নেওয়ার সময় নন-স্ট্রাইক প্রান্তে ক্রিজে পৌঁছে গিয়েও তিনি ব্যাট ফেলেননি। উমেশ যাদবের থ্রো উইকেট ভেঙে দেয়। ফলে রান আউট হয়ে যান টেলর। দিনের শেষ ক্রিজে আছেন লুক রঞ্চি (৩৮) ও মিচেল স্যান্টনার (৮)। ৩৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৩ রান করেছে নিউজিল্যান্ড।

এর আগে মধ্যাহ্নভোজের বিরতির পর ২৬.২ ওভার ব্যাট করে পাঁচ উইকেট হারিয়ে ৩৭৭ রান করে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে দেয় ভারতীয় দল। কোহলিরা এগিয়ে ছিলেন ৪৩৩ রানে। এই টেস্ট জিততে গেলে কিউয়িদের ৪৩৪ রান তুলতে হবে। কানপুরের ঘূর্ণি পিচে যা প্রায় অসম্ভব। তার উপর শুরুতেই চার উইকেট চলে যাওয়ায় চাপ বেড়ে গিয়েছে।

নিউজিল্যান্ডের স্পিনাররা যেভাবে পিচ থেকে সাহায্য পেয়েছেন, তাতে দ্বিতীয় ইনিংসে বল করতে নামার আগেই অশ্বিন, রবীন্দ্র জাডেজাদের হাসি চওড়া হয়ে গিয়েছিল। এই পিচে চতুর্থ ইনিংসের শুরু থেকেই দেখা যাচ্ছে, কিউয়ি ব্যাটসম্যানদের কাজ অত্যন্ত কঠিন। উইলিয়ামসনরা ভারতের রান টপকে যাবেন, এই আশা বোধহয় তাঁদের অতি বড় সমর্থকরাও করছেন না। বরং আজই খেলা শেষ হবে, না কি পঞ্চম দিনে খেলা গড়াবে সে বিষয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছিল। রঞ্চি ও স্যান্টনার অবশ্য আজ টিকে গিয়েছেন। আগামীকাল তাঁদের কঠিন পরীক্ষা।

ভারতের দ্বিতীয় ইনিংসে গতকালের দুই অপরাজিত ব্যাটসম্যান মুরলী বিজয় ও চেতেশ্বর পূজারা আজ সকালে সাবলীলভাবেই খেলা শুরু করেন। তবে আজ মাত্র ১২ রান করেই আউট হয়ে যান বিজয়। এরপর ক্রিজে আসেন কোহলি। তিনি ভাল ব্যাটিং করছিলেন। কিন্তু মাত্র ১৮ রান করার পরেই মার্ক ক্রেগের বলে ওভার বাউন্ডারি মারতে গিয়ে মিড উইকেটে ইশ সোধির হাতে ধরা পড়েন ভারত অধিনায়ক।

কোহলি ফিরে যাওয়ার পর অজিঙ্ক রাহানে (৪০) ও রোহিত শর্মা (৬৮ অপরাজিত) ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। রাহনে আউট হওয়ার পর রোহিতের সঙ্গে যোগ দেন জাডেজা (৫০)। তাঁরা দলের রান এগিয়ে নিয়ে যান। জাডেজা অর্ধশতরান পূরণ করার পরেই ইনিংসের সমাপ্তি ঘোষণা করেন কোহলি।

ভারতের ব্যাটসম্যানরা নিজেদের দায়িত্ব ভালভাবেই পালন করেছেন। এবার ম্যাচ জেতানোর দায়িত্ব বোলারদের। বা বলা ভাল স্পিনারদের। প্রথম ইনিংসে অশ্বিন, জাডেজা যে পারফরম্যান্স দেখিয়েছিলেন, দ্বিতীয় ইনিংসেও সেভাবে বল করতে পারলে ভারতের জয় সময়ের অপেক্ষা।