মুম্বই: উরিতে সেনা ছাউনিতে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানে অনুষ্ঠান বাতিল করলেন কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তব। তিনি জানিয়েছেন, উরি হামলায় নিহত জওয়ানদের পরিবারের যন্ত্রনা দেখার পর তাঁর পক্ষে পাকিস্তানে অনুষ্ঠান করা সম্ভব নয়। এ কথা জানিয়ে গতকাল তিনি ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করেন। সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। রাজু বলেছেন, যারা আমাদের সেনাদের হত্যা করছে, তাদের জন্য বিনোদনমূলক অনুষ্ঠান করা তাঁর পক্ষে সম্ভব নয়।
ভিডিওতে রাজু বলেছেন, ‘পাকিস্তানে একটি অনুষ্ঠানের জন্য আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু আমরা সবাই দেখতে পাচ্ছি যে, কীভাবে সীমান্তে আমাদের সেনাদের হত্যা করা হচ্ছে’।
তিনি বলেছেন, ‘যে জওয়ানরা মারা গিয়েছেন-তাঁদের পরিবারের যন্ত্রনা আমি দেখেছি। আমরা সর্বদাই বন্ধুত্বের বার্তা পাঠিয়েছি। কিন্তু পাকিস্তান সর্বদাই বিশ্বাসঘাতকতা করেছে’।
তাঁর কথায়, ‘আমরা তো শিল্পী। বন্দুক নিয়ে সীমান্তে যুদ্ধ করতে যেতে পারি না। কিন্তু যে ভাবে আমার দেশের নিরস্ত্র জওয়ানদের ঘুমের মধ্যে খুন করা হয়েছে, তার প্রতিবাদে করাচির অনুষ্ঠান বাতিল করেছি।’





উল্লেখ্য, বলিউডে কর্মরত পাক অভিনেতা ফাওয়াদ খান এবং অভিনেত্রী মাহিরা খানকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশে ফিরে যাওয়ার ফতোয়া দিয়েছে রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)। এমএনএসের সেই ফতোয়াকে সম্পূর্ণ সমর্থন করেছেন রাজু।
এমএনএস-কে সমর্থন করে রাজু বলছেন, ‘এ দেশে কয়েক শো কোটি লোক থাকে। আমাদের দেশে তাবড় তাবড় শিল্পী রয়েছে। আমি বুঝতে পারছি না, সীমান্তের ওপার থেকে শিল্পী আনার দরকারটা কোথায়? কোনও পাকিস্তানি গায়ক আসছেন, অভিনেতারা আসছেন— ওরা না থাকলে কি বলিউডে তালা পড়ে যাবে?’