ম্যাকে (অস্ট্রেলিয়া): অস্ট্রেলিয়া এ দলকে ৫৭ রানে হারিয়ে কোয়াড্র্যাংগুলার সিরিজ চ্যাম্পিয়ন হল ভারতীয় এ দল। ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাট করে ভারতীয় এ দল নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৬৬ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ৪৪.৫ ওভারে ২০৯ রানেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার দলটির ইনিংস।

 

ফাইনালে ভারতীয় ব্যাটিংয়ের নায়ক মনদীপ সিংহ। তিনি ১১টি বাউন্ডারির সাহায্যে ১০৮ বলে ৯৫ রান করেন। অধিনায়ক মণীশ পাণ্ডে ৬১ রান করেন। শ্রেয়াস আইয়ার ৪১ রান করেন।

 

অস্ট্রেলিয়া এ দল রান তাড়া করতে নেমে শুরুটা ভালই করেছিল। তবে ৮২ রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন হওয়ার পর আর তারা ঘুরে দাঁড়াতে পারেনি। যজুবেন্দ্র চাহাল ৩৪ রান দিয়ে ৪ উইকেট দখল করেন। ম্যাচের সেরা হয়েছেন মনদীপ।