নয়াদিল্লি: হংকংকে হারিয়ে এমার্জিং টিম এশিয়া কাপে (Emerging Teams Asia Cup) খেতাব জিতে নিল ভারতীয় এ মহিলা দল (India Womens A Team)। এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের ক্যাপ্টেন শ্বেতা সেহরাওয়াত। শুরুতেই তিতাস সাধু ও মন্নত কাশ্যপ প্রথমে ভারতের হয়ে দ্রুত উইকেট তুলে নেন। শ্রেয়াঙ্কা পাতিল ৫ উইকেট তুলে নেন। যার ফলে ১৪ ওভারে মাত্র ৩৪ রানে শেষ হয়ে যায় হংকংয়ের ইনিস। 


মাত্র ৬ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারতীয় দল। শুরুতেই সেহরাওয়াতের উইকেট হারায় ভারত। এরপর যদিও আর কোনও উইকেট হারায়নি ভারত। গঙ্গোদি তৃষা ও উমা ছেত্রী মিলে ভারতের জয় নিশ্চিত করেন। গ্রুপ পর্বে বাকি ২ ম্যাচে থাইল্যান্ড 'এ' ও পাকিস্তান 'এ'- দলের বিরুদ্ধে খেলতে নামবে ভারত।


রোহিতদের ব্যর্থতা ইস্যুতে কী বললেন শাস্ত্রী


বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০৯ রানের বিরাট ব্যবধানে পরাজিত হয়েছে ভারতীয় দল। টিম ইন্ডিয়ার হারের কাণর নিয়ে বিশ্লেষণ, যুক্তি, পাল্টা যুক্তি চলছেই। আবারও এক আইসিসি ফাইনালে ব্যর্থতার পর ভারতীয় দলের প্রস্তুতি সঠিক হয়নি বলে দাবি করেছিলেন অধিনায়ক রোহিত শর্মা।


তিনি বলেছিলেন দলের প্রস্তুতি সারতে ২০ থেকে ২৫ দিনের প্রয়োজন। এবার রোহিতের এই মন্তব্যের বিরুদ্ধে মুখ খুললেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী। হারের পর রোহিত দাবি করেছিলেন, 'আমাদের প্রস্তুতি সারার জন্য যথেষ্ট সময়ের প্রয়োজন। অন্তত বোলাররা যাতে ঠিকঠাক বিশ্রাম পায়, সেটা দেখতে হবে। টি-টোয়েন্টি ক্রিকেটে তো বোলাররা সম্পূর্ণ ভিন্ন লাইন, লেংথে বল করে। তাই অনেক সময় মানিয়ে নিতে তাদের সমস্যা হতেই পারে।'


শাস্ত্রী এ বিষয়ে কথা বলতে গিয়ে বলেন, 'বাস্তবটা বিচার করে দেখলেই খুব সহজেই বোঝা যাবে যে কোনওভাবেই (প্রস্তুতির জন্য) ভারতীয় দল ২০ দিন সময় পাবে না। আর যদি একান্তই এতদিন সময়ের প্রয়োজন হয়, তাহলে আইপিএলের কয়েকটা ম্যাচ মিস করতে হবে। সুতরাং, উক্ত ক্রিকেটারকেই এই দুইয়ের মধ্যে বেছে নিতে হবে এবং এখানে কিন্তু ম্যানেজমেন্টের ভূমিকাও গুরুত্বপূর্ণ। আমি নিশ্চিত এই বিষয়টা নিয়ে বিসিসিআই ভবিষ্যতে কোনও না কোনও সিদ্ধান্ত নেবে। যদি প্রতিবারই আইপিএলের পরেই জুন মাসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজিত হয় এবং সেই খেলোয়াড়ের দল যদি ফাইনালে কোয়ালিফাই করে, তবে কিছু কড়া সিদ্ধান্ত নিতে হবে। ফ্র্যাঞ্চাইজিদের জন্য কিছু নিয়ম নীতি বেধে দেওয়া প্রয়োজনীয়।'