নয়াদিল্লি: ভারতের অবশ্যই আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে যোগ দেওয়া উচিত। এমনই মত প্রকাশ করলেন বিসিসিআই-এর প্রশাসনিক কমিটির সদস্য রামচন্দ্র গুহ। তিনি ট্যুইট করে বলেছেন, ‘কোনও মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতা বয়কট করা বা বয়কটের হুমকি দেওয়া কোনও দেশকে মহান ক্রিকেট দল করে তোলে না। ক্রিকেটভক্ত হিসেবে আমি ব্যক্তিগতভাবে মনে করি, ভারতের অবশ্যই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা উচিত।’
১ জুন থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এ মাসের ২৫ তারিখ ১৫ জনের চূড়ান্ত দল ঘোষণার শেষ দিন ছিল। কিন্তু বিসিসিআই এখনও দল ঘোষণা করেনি। আইসিসি-র রাজস্ব এবং প্রশাসনিক কাঠামোয় বদল আনার বিরোধিতা করেছিল বিসিসিআই। কিন্তু সব পূর্ণাঙ্গ সদস্য দেশই সংস্কারের পক্ষে থাকায় বিসিসিআই-এর আপত্তি ধোপে টেকেনি। এরপরেই ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফিতে যোগ দেওয়া নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ৭ মে বিসিসিআই-এর বিশেষ সাধারণ সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে শোনা যাচ্ছে।