মোহালি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে জয়ের সঙ্গে সঙ্গেই ওয়ান ডে ক্রমতালিকায় শীর্ষে উঠে এল ভারতীয় দল (Indian Cricket Team)। এর আগে পাকিস্তান ছিল ওয়ান ডে ফর্ম্যাটে এক নম্বর দল। কিন্তু আজ অজিদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ জেতার সঙ্গে সঙ্গেই শীর্ষে উঠে এসেছে টিম ইন্ডিয়া। ভারতের ঝুলিতে এই মুহূর্তে রয়েছে ১১৬ পয়েন্ট। পাকিস্তান দ্বিতীয় স্থানে রয়েছে ১১৫ পয়েন্ট নিয়ে। অস্ট্রেলিয়া তৃতীয় স্থানে রয়েছে। তাঁদের ঝুলিতে ১১১ পয়েন্ট। এদিকে আজকের ম্য়াচে জয়ের পর এক নতুন রেকর্ডও গড়েছে ভারতীয় দল। এই মুহূর্তে ক্রিকেটের তিন ফর্ম্যাটেই শীর্ষে রয়েছে মেন ইন ব্লুজরা।
শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জিতেছিল ভারত। কিন্তু এরপরও পাকিস্তানই শীর্ষে ছিল ক্রমতালিকায়। অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা সিরিজে ম্য়াচ হেরেছে। এরপর ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে হারার পর তাদের পক্ষে আর বিশ্বকাপের আগে শীর্ষে ওঠার কোনও সম্ভাবনাই নেই। অন্যদিকে ভারতের পক্ষে সুযোগ রয়েছে এই শীর্ষেস্থান বজায় রাখার। সেক্ষেত্রে পরের দুটো ম্যাচও জিততে হবে তাঁদের। পাকিস্তান ফের শীর্ষ স্থান ফিরে পেতে পারে। সেক্ষেত্রে অজিরা যদি ভারতকে পরের ২টো ম্য়াচ হারিয়ে দেয় তবে ফের বাবর আজমের দল ওয়ান ডে ক্রমতালিকায় শীর্ষে উঠে আসবে।
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ভারত। শুরুতেই অস্ট্রেলিয়াকে ধাক্কা দেন শামি। প্রথম ওভারেই তুলে নেন মিচেল মার্শকে। শামির গতির ধাক্কায় মোহালিতে অস্ট্রেলিয়াও ধাক্কা খেল। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে অস্ট্রেলিয়া তোলে ২৭৬ রান। শামির ৫১ রানে ৫ উইকেটই ওয়ান ডে কেরিয়ারে তাঁর সেরা বোলিং। মোহালিতে মহম্মদ সিরাজ়কে খেলায়নি ভারত। এশিয়া কাপের ফাইনালের নায়ককে বিশ্রাম দেওয়া হয়েছিল। তাঁর পরিবর্তে সুযোগ পান শামি। আর সুযোগ পেয়েই বল হাতে আগুন ছোটালেন। ম্যাচের প্রথমার্ধে ছিল মহম্মদ শামির দাপট। অস্ট্রেলিয়া ইনিংসকে তছনছ করে দিলেন শামি। বাংলার পেসারের গতির আগুনের কোনও জবাব ছিল না অজ়ি ব্যাটারদের কাছে। শেষ পর্যন্ত শামির বোলিং পরিসংখ্যান দাঁড়াল ১০-১-৫১-৫।
রান তাড়া করতে নেমে শুরুতেই ভারতের কাজ সহজ করে দেন দুই ওপেনার শুভমন গিল ও রুতুরাজ গায়কোয়াড়। ৭৭ বলে ৭১ রান করে অ্যাডাম জাম্পার বলে এলবিডব্লিউ হন রুতুরাজ। গিল ছিলেন আরও আগ্রাসী মেজাজে। ৬৩ বলে ৭৪ রান করেন তিনি। গিলও জাম্পার শিকার। ওপেনিং জুটিতে দুজনে ২১.৪ ওভারে ১৪২ রান যোগ করেন। তবে মাঝে ৯ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে বসে ভারত। কিছুটা চাপও তৈরি হয়। শ্রেয়স আইয়ার চোট সারিয়ে এই ম্যাচে খেলেছেন। ফিল্ডিং করার সময় ডেভিড ওয়ার্নারের লোপ্পা ক্যাচ ফেলে দেন। ব্যাট হাতেও ব্যর্থ। মাত্র ৩ করে রান আউট হয়ে যান তিনি। ঈশান কিষাণও ১৮ রান করে ফেরেন। একটা সময় ১৮৫/৪ হয়ে যায় ভারত। অস্ট্রেলিয়া শিবির তখন প্রত্যাঘাতের স্বপ্নে বুঁদ।
তবে সেই স্বপ্ন ভেঙে তছনছ করে দেন সূর্যকুমার যাদব ও কে এল রাহুল। এই সিরিজ সূর্যর অগ্নিপরীক্ষা মনে করা হচ্ছে। ওয়ান ডে ক্রিকেটে তাঁর হতশ্রী ফর্ম নিয়েও বিস্তর আলোচনা। যদিও ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছিলেন, দল সূর্যর পাশে রয়েছে। সেই আস্থার মর্যাদা রাখলেন মুম্বইয়ের ক্রিকেটার। ৪৯ বলে ৫০ রান করে দলের চাপ কাটালেন। অপরাজিত ৫৮ রান করে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লেন রাহুল।