নাগপুর: একদিনের আন্তর্জাতিকে টানা ৯টি ম্যাচ জয়ের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের চতুর্থ ম্যাচে হার মানতে হয়েছে ভারতকে। দেশের প্রথম অধিনায়ক হিসেবে টানা ১০ ম্যাচ জেতার রেকর্ড গড়া হয়নি বিরাট কোহলির। একদিনের আন্তর্জাতিক ম্যাচের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানও খোয়াতে হয়েছে। তবে তাতে হতাশ নয় ভারতীয় দল। আগামীকাল সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচ। এই ম্যাচ জিতলেই ফের শীর্ষে উঠে আসবে ভারতীয় দল। তাই জয় দিয়েই সিরিজ শেষ করতে মরিয়া বিরাটবাহিনী।


চতুর্থ ম্যাচে দুই নিয়মিত পেসার জসপ্রীত বুমরাহ ও ভুবনেশ্বর কুমার এবং চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদবকে বিশ্রাম দিয়ে মহম্মদ শামি, উমেশ যাদব ও অক্ষর পটেলকে সুযোগ দেয় ভারত। এই পরিবর্তনের সুফল মেলেনি। উমেশ ৪ উইকেট নিলেও, ১০ ওভারে দেন ৭১ রান। শামি কোনও উইকেট না নিয়ে দেন ৬২ রান। অক্ষরও কোনও উইকেট না নিয়ে ১০ ওভারে ৬৬ রান দেন। এর ফলেই অস্ট্রেলিয়া ৫ উইকেটে ৩৩৪ রান করে। ভারতের ব্যাটসম্যানরা এই রান তাড়া করতে নেমে ৮ উইকেটে ৩১৩ রান করেন। তা সত্ত্বেও বোলারদের পাশে দাঁড়িয়েছেন বিরাট। তাঁর মতে, ব্যাটিং ব্যর্থতার জন্যই ভারতকে চতুর্থ ম্যাচে হারতে হয়েছে।

সিরিজ জিতে যাওয়ার পরেই ভারতের অধিনায়ক বলেছিলেন, বাকি দু’টি ম্যাচে রিজার্ভ বেঞ্চ দেখে নেবে দল। সেই কারণে উমেশ, শামি, অক্ষর আরও একবার সুযোগ পাবেন বলেই খবর। তবে ব্যাটিং বিভাগে একটি বদল হতে পারে। মণীশ পাণ্ডের বদলে সুযোগ পেতে পারেন লোকেশ রাহুল। তিনিই একমাত্র ব্যাটসম্যান যিনি এই সিরিজে এখনও পর্যন্ত খেলার সুযোগ পাননি। অন্যদিকে মণীশ এই সিরিজে এখনও পর্যন্ত বড় রান করতে পারেননি। ফলে শেষ ম্যাচে তিনি বাদ পড়তে পারেন।