দুবাই: ইংল্যান্ড সফরে গিয়ে সেদেশের বিরুদ্ধে ১-৪ ব্যবধানে টেস্ট সিরিজ হারলেও, কোনওক্রমে আইসিসি র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখতে সমর্থ হয়েছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল। এবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২ টেস্ট ম্যাচের আসন্ন সিরিজে জিতে এক নম্বর জায়গাটি পোক্ত করতে বদ্ধপরিকর টিম ইন্ডিয়া।
আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা এই সিরিজে ভারতের লক্ষ্য হবে কোনও পয়েন্ট না খোয়া। বর্তমানে ভারতের পয়েন্ট ১১৫। কিন্তু, ক্রমতালিকায় ওয়েস্ট ইন্ডিজ নীচে থাকায় ভারত যদি এই সিরিজ ২-০ ব্যবধানেও জেতে, তাহলে তারা ১ পয়েন্ট সংগ্রহ করতে পারবে। অন্যদিকে, ভারত ০-২ ব্যবধানে হারলে টিম ইন্ডিয়া ১০৮ পয়েন্টে নেমে যাবে। সেক্ষেত্রে, অস্ট্রেলিয়া ২-০ ব্যবধানে পাকিস্তানকে হারালে তারা শীর্ষে চলে যাবে।
দলের পাশাপাশি, ভারত অধিনায়ক বিরাট কোহলি নিজের র‌্যাঙ্কিংকেও শীর্ষে ধরে রাখতে চাইবেন। বর্তমানে অস্ট্রেলিয়ার নির্বাসিত ক্রিকেটার স্টিভ স্মিথের চেয়ে মাত্র ১ পয়েন্ট এগিয়ে কোহলি।