নয়াদিল্লি:  ভারতীয় ক্রিকেট  দলে বাছাইয়ের মাপকাঠি নিয়ে প্রশ্ন তুললেন সিনিয়র অফ স্পিনার হরভজন সিংহ। আফগানিস্তান ও ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে মোট ছয়টি ম্যাচে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখার  রাখার পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে বাদ দেওয়া হয়েছে করুণ নায়ারকে। এ ব্যাপারে ভাজ্জি বলেছেন, এই রহস্যটার সমাধান দরকার। তিন মাস বসে থাকার পর কীভাবে এক ব্যাটসম্যান এতটা খারাপ হয়ে যায় যে তাকে দলেও রাখা যায় না। নির্বাচক কমিটির চিন্তাভাবনা বুঝতে কষ্ট হচ্ছে। জাতীয় দলে বাছাইয়ের জন্য কী মাপকাঠি ব্যবহার করছেন নির্বাচকরা।

বীরেন্দ্র সহবাগের পর একমাত্র ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্টে ট্রিপল সেঞ্চুরির মালিক তরুণ ব্যাটসম্যান করুণ নায়ারের প্রতি সমবেদনাও জানিয়েছেন টার্বুনেটর।  বিভিন্ন ফর্ম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০-র বেশি উইকেটের মালিক ভাজ্জি বলেছেন, এখানে এক একজন প্লেয়ারের জন্য ভিন্ন নিয়ম দেখতে পাচ্ছি।কাউকে কাউকে সফল হওয়ার জন্য অনেক বেশি সময় দেওয়া হচ্ছে। অন্যদিকে, অন্যদের ব্যর্থ হওয়ারও সুযোগ দেওয়া হচ্ছে না। এটা একেবারেই নায্য নয়।

একইসঙ্গে অনুমানমূলক প্রশ্নও তুলেছেন ভাজ্জি। তিনি বলেছেন, হনুমা বিহারী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টেস্টে ব্যর্থ হলে কী হবে? ।যদিও কোনও প্লেয়ারের সঙ্গে এমনটা হোক আমি চাই না। আমি হনুমার সব ধরনের সাফল্য কামনা করছি। কিন্তু হনুমা যদি ব্যর্থ হয়, তাহলে কি নায়ারকে ফিরিয়ে নেওয়া হবে? কিন্তু অস্ট্রেলিয়া সফরের আত্মবিশ্বাসের সঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকবে?

ভাজ্জি আরও প্রশ্ন তুলেছেন, নির্বাচক কমিটির সঙ্গে কি সহমত টিম ম্যানেজমেন্টও?

হরভজন বলেছেন, টিম ম্যানেজমেন্ট যদি নায়ারকে পাঁচ টেস্টে না খেলায়, তার অর্থ তাদের আস্থা অর্জন করতে পারছেন না নায়ার। তাহলে কী নির্বাচকরা নায়ারকে ইংল্যান্ড সিরিজের দলে রাখার ব্যাপারে বোঝাতে সক্ষম হয়েছিলেন?