নাগপুর: বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে হেরে গেলেও, দ্বিতীয় ম্যাচে দুরন্ত জয় ছিনিয়ে নিয়ে ঘুরে দাঁড়িয়েছে ভারতীয় দল। কাল তৃতীয় তথা শেষ ম্যাচ। এই ম্যাচ জিতে সিরিজ দখলে নিতে তৈরি রোহিত শর্মার দল। মাহমুদুল্লাহর নেতৃত্বাধীন বাংলাদেশও সিরিজ জিততে মরিয়া। ফলে বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে জমজমাট লড়াই দেখা যেতে পারে।
কালকের ম্যাচে ভারতীয় দলের প্রধান ভরসা অধিনায়কের ব্যাট। প্রথম ম্যাচে বড় রান না পেলেও, দ্বিতীয় ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখান রোহিত। তিনি আগামীকালও দলকে ভরসা দিতে চান। তবে ভারতের অধিনায়কের চিন্তা দলের পেস বোলারদের নিয়ে। এই সিরিজে এখনও পর্যন্ত ভারতের পেস বোলাররা খুব একটা ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি। শেষ ম্যাচে তাঁদের কাছ থেকে ভাল পারফরম্যান্স আশা করছে দল। ফিল্ডিং বিভাগেও উন্নতি চায় টিম ম্যানেজমেন্ট।
আগামীকালের ম্যাচে ভারতীয় দলে একটি বদল হতে পারে। বাঁ হাতি পেসার খলিল আহমেদের বদলে দলে আসতে পারেন শার্দুল ঠাকুর। বাকি দল অপরিবর্তিত থাকারই সম্ভাবনা।
কাল সিরিজ নির্ধারক ম্যাচ, রাজকোটের পারফরম্যান্সের পুনরাবৃত্তির লক্ষ্যে রোহিতরা
Web Desk, ABP Ananda
Updated at:
09 Nov 2019 09:02 PM (IST)
আগামীকালের ম্যাচে ভারতীয় দলে একটি বদল হতে পারে। বাঁ হাতি পেসার খলিল আহমেদের বদলে দলে আসতে পারেন শার্দুল ঠাকুর। বাকি দল অপরিবর্তিত থাকারই সম্ভাবনা।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -