মুম্বই: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে তিন টেস্টের জন্য ভারতীয় দল বেছে নিলেন নির্বাচকরা। আজ ১৫ জনের দল ঘোষণা করা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ সফরে যে দল গিয়েছিল, সেটি থেকে অলরাউন্ডার স্টুয়ার্ট বিনি এবং পেসার শার্দুল ঠাকুর বাদ পড়েছেন। বাকি দলে কোনও বদল নেই।
এই সিরিজে ভারতীয় দলে নতুন মুখ দেখতে পাওয়ার সম্ভাবনা বিশেষ ছিল না। তবে রোহিত শর্মা, শিখর ধবন এবং চেতেশ্বর পূজারার দলে থাকা নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিল। কিন্তু অধিনায়ক বিরাট কোহলি দলে বদল চাননি। সেই কারণেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে টেস্ট সিরিজ জিতে আসা দলই ধরে রাখা হল।
এই দল নির্বাচন নিয়ে প্রধান নির্বাচক সন্দীপ পাতিল বলেছেন, 'আমরা কম্বিনেশন বদল করতে চাইনি। কারণ, এতেই সাফল্য এসেছে। আমাদের মনে হয়েছে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে এটাই সেরা দল।' রোহিত শর্মাকে ফের সুযোগ দেওয়া প্রসঙ্গে পাতিল বলেছেন, কোচ-অধিনায়ক থেকে শুরু করে সব নির্বাচকই এই অসাধারণ ক্রিকেটারকে আরও সুযোগ দেওয়ার পক্ষে। শিখর ধবন সহ ১৫ জনের উপরেই তাঁদের আস্থা আছে বলে জানিয়েছেন পাতিল। তিনি আরও বলেছেন, গৌতম গম্ভীর সহ অনেক সিনিয়র ক্রিকেটারের নাম নিয়েই আলোচনা হয়েছে। ১৫ জনের দল বেছে নেওয়া হলেও, তাঁদের হাতে ৩০ জনের দল আছে। এত জন ক্রিকেটার তৈরি থাকায় তাঁরা খুশি।
এই সফরে নিউজিল্যান্ড তিনটি টেস্ট, পাঁচটি একদিনের আন্তর্জাতিক এবং একটি তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে। সফর শুরু হচ্ছে ফিরোজ শাহ কোটলায় মুম্বইয়ের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ দিয়ে। এ মাসের ১৬ থেকে ১৮ তারিখ পর্যন্ত হবে এই ম্যাচ। কানপুরে প্রথম টেস্ট শুরু ২২ সেপ্টেম্বর। ইডেনে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ সেপ্টেম্বর থেকে। ৮ অক্টোবর থেকে ইন্দৌরে তৃতীয় টেস্ট।
একদিনের ম্যাচগুলি হবে ধর্মশালা (১৬ অক্টোবর), নয়াদিল্লি (২০ অক্টোবর), চণ্ডীগড় (২৩ অক্টোবর), রাঁচি (২৬ অক্টোবর) এবং বিশাখাপত্তনমে (২৯ অক্টোবর)।
টেস্ট সিরিজের ভারতীয় দল- বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে, মুরলী বিজয়, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন, ঋদ্ধিমান সাহা, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার, শিখর ধবন, অমিত মিশ্র ও উমেশ যাদব।
নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষিত, বাদ বিনি, শার্দুল ঠাকুর
Web Desk, ABP Ananda
Updated at:
12 Sep 2016 07:34 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -