লন্ডন: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে জয় ছিনিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। কিন্তু ম্য়াচ স্লো ওভার রেটের জন্য ভারত ও অস্ট্রেলিয়া ২ দলকেই শাস্তির মুখে পড়তে হল। ২ দলকেই আর্থিক জরিমানা করা হয়েছে। ভারতীয় দল তাঁদের ম্যাচ ফি-র পুরোটাই খুঁইয়েছে। অন্যদিকে অস্ট্রেলিয়া দল তাঁদের ম্যাচ ফি-র ৮০ শতাংশ জরিমানা দিয়েছে স্লো ওভার রেটের জন্য। সোমবার আইসিসি-র পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ''রবিবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের শেষ দিনের খেলা শেষ হওয়ার কিছুক্ষণ পরেই জানানো হয়, ভারতীয় দলকে স্লো ওভার রেটের জন্য ম্যাচ ফি-র পুরোটাই জরিমানা হিসেবে দিতে হবে। অস্ট্রেলিয়া দলকে ম্যাচ ফি-র ৮০ শতাংশ জরিমানা হিসেবে দিতে হবে। আইসিসি আচরণবিধির ২.২২ ধারা লঙ্ঘন করেছেন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা। সেই কারণেই তাঁদের জরিমানা করা হয়েছে। স্লো ওভার রেটের ক্ষেত্রে প্রতিটি ওভারের জন্য ম্যাচ ফি-র ২০ শতাংশ করে জরিমানা করা হয়। ভারতীয় দল নির্দিষ্ট সময়ের মধ্যে ৫ ওভার শেষ করতে পারেনি। সেই কারণে ম্যাচ ফি-র ১০০ শতাংশ জরিমানা করা হয়েছে। অস্ট্রেলিয়া দল নির্দিষ্ট সময়ের মধ্যে ৪ ওভার শেষ করতে পারেনি। সেই কারণে ম্যাচ ফি-র ৮০ শতাংশ জরিমানা করা হয়েছে।''


শেষ দিনে হাতে ৭ উইকেট নিয়ে ২৮০ রান তাড়া করতে নেমেছিল ভারত। দিনের শুরুর দিকে ভারতের বড় ভরসা বিরাট কোহলি পঞ্চম স্টাম্পের বলে খোঁচা দিয়ে আউট হন। স্লিপে এক হাতে ঝাঁপিয়ে এক অবিশ্বাস্য ক্যাচ নেন স্টিভ স্মিথ। অর্ধশতরানের দোরগোড়া থেকে ৪৯ রানে ফিরতে হয় কোহলিকে। স্কট বোল্যান্ড অস্ট্রেলিয়াকে বড় সাফল্য় এনে দেন। ওই ওভারেরই দুই বলে পর রবীন্দ্র জাডেজাকেও শূন্য রানে ফেরান বোল্যান্ডই। এই দুই বলই ম্যাচের রাশ সম্পূর্ণরূপে অস্ট্রেলিয়ার হাতে তুলে দেয়। ১৭৯ রানে পাঁচ উইকেট হারিয়ে ভারতের সামনে জয়ের পথ ভীষণই কঠিন হয়ে যায়।