কানপুর: চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন কে এ রাহুল। তাঁর বদলি হিসেবে গ্রিন পার্ক টেস্টের স্কোয়াডে ঢুকে পড়লেন সূর্যকুমার যাদব। মাসলে চোটের জন্য কানপুর টেস্ট থেকে ছিটকে গেলেন রাহুল। সীমিত ওভারের সিরিজে রোহিত শর্মার ডেপুটি হিসেবে কাজ করছিলেন তিনি। এনসিএতে এখন রিহ্যাব চলবে রাহুলের। আগামী মাসে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে সুস্থ হয়ে ওঠার চেষ্টা করবেন রাহুল। আগামী ২৫ নভেম্বর থেকে শুরু ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট।
কোচ হিসেবে রাহুল দ্রাবিড় ও অধিনায়ক হিসেবে রোহিত শর্মা টি-টোয়েন্টি সিরিজে জয় পেয়েছেন। সেই সিরিজেই ডেপুটি ছিলেন রাহুল। নতুন কোচ রাহুলের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন ক্রিকেটার রাহুল। তিনি বলেছিলেন, “খেলা ছাড়ার পরেই উনি দেশজুড়ে কোচিং করাচ্ছেন এবং খুদে ক্রিকেটারদের সাহায্য করছেন। তাই কোচ হিসেবে এখানে ওঁকে পাওয়া আমাদের কাছে দারুণ সুযোগ। ভারতীয় ক্রিকেটে রাহুল দ্রাবিড় কত বড় নাম এবং দেশের জন্য উনি কী করেছেন সেটা আমরা সবাই জানি। তাই এই সুযোগে ভাল করে শিখে নিজের খেলা উন্নত করার সুযোগ রয়েছে আমাদের।”
তিনি আরও বলেছিলেন, ''আমি ভাগ্যবান যে অনেকদিন ধরে ওঁকে চিনি। তরুণ ক্রিকেটার হিসেবে ওঁর ভাবনাচিন্তা অনুসরণ করার চেষ্টা করতাম। তারপর থেকে খেলাটা ভাল করে বুঝতে শিখি। ওঁর সঙ্গে কথা বলেই ব্যাটিংয়ের শিল্প আয়ত্ত করি। আমরা যারা কর্ণাটকের, তাদের প্রচণ্ড সাহায্য করেছেন উনি।”
এদিকে ইডেনে নিউজিল্যান্ডকে ৭৩ রানে দুমড়ে দিয়ে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছিল ভারত। দেখে কে বলবে, টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ থেকে বিদায় নিতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। আর নিউজিল্যান্ড খেলেছিল ফাইনালে। এই নিউজিল্যান্ডের কাছেই বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ হেরে সেমি ফাইনাল সম্ভাবনাকে ভেন্টিলেশনে পাঠিয়ে দিয়েছিল ভারত!
আরও পড়ুন: শাহরুখের কীর্তি টিভিতে দেখলেন ধোনি, ছবি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়