কলম্বো: আবার ‘বিরাট’ শতরান উপহার দিলেন কোহলি। অধিনায়কের চওড়া ব্যাটের ওপর ভর করে শ্রীলঙ্কার বিরুদ্ধে পঞ্চম তথা শেষ একদিনের ম্যাচও সহজেই জিতে সিরিজ হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া। রবিবার, কলম্বোয় ভারত জিতল ৬ উইকেটে। কোহলি অপরাজিত থাকেন ১১০ রানে।
এদিন শ্রীলঙ্কার ২৩৮ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতে ধাক্কা খায় ভারত। ৫ রান করেই ফিরে যান ওপেনার অজিঙ্ক রাহানে। ব্যক্তিগত ১৬ রান করে আউট হন অপর ওপেনার রোহিত শর্মাও। অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে ইনিংস গড়ার কাজ শুরু করেন মণীষ মাণ্ডে।
তৃতীয় উইকেটে ৯৯ রানের পার্টনারশিপ হয়। এরপরই ব্যক্তিগত ৩৬ রানে আউট হন মণীষ। বাকি কাজটা কেদার যাদবকে সঙ্গে শেষ করেন কোহলি। এদিন অধিনায়ককে যোগ্য সঙ্গে দেন কেদার। ৭৩ বলে ৬৩ রান করে আউট হন। কিন্তু, তার আগে ভারতের জয় নিশ্চিত হয়ে যায়। এদিন একদিনের কেরিয়ারে ৩০ তম শতরান পূর্ণ করেন কোহলি। এই নিয়ে পরপর দুটি ম্যাচে শতরান করলেন ভারত অধিনায়ক। এদিন তাঁর ইনিংস সাজানো ছিল ৯টি চারে।
এর আগে, সিরিজের পঞ্চম তথা শেষ একদিনের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। সিরিজের প্রথম চারটি ম্যাচের মতোই আজও শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা দাপট দেখাতে ব্যর্থ। শুরু থেকেই উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা।
ওপেন করতে নেমে থরঙ্গা (৩৪ বলে ৪৮) ঝোড়ো ইনিংস খেলেন। লাহিরু থিরিমানে (৬৭) ও অ্যাঞ্জেলো ম্যাথিউজ (৫৫) ভাল পারফরম্যান্স দেখান। তবে এছাড়া আর কেউ বড় রান করতে পারেননি। ভুবনেশ্বর কুমার ৪২ রান দিয়ে ৫ উইকেট নেন। জসপ্রীত বুমরাহ দুটি এবং কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল একটি করে উইকেট নেন।
এর মধ্যেই শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচে স্টাম্পিংয়ের নয়া রেকর্ড গড়লেন মহেন্দ্র সিংহ ধোনি। ভারতের প্রাক্তন অধিনায়কই প্রথম উইকেটকিপার হিসেবে একদিনের আন্তর্জাতিক ম্যাচে ১০০টি স্টাম্প করলেন। তাঁর এই রেকর্ডের দিনে ২৩৮ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।
পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ এগিয়েছিল ভারত। ফলে, গুরুত্বের বিচারে এই ম্যাচের কোনও মূল্য ছিল না। কিন্তু, দেখার বিষয় ছিল একটাই। তা হল, শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করতে পারে কি না ভারত। বিরাট-দাপটে সেটাই হল। দেশের মাটিতে এর আগে কোনওদিন একদিনের সিরিজের সব ম্যাচেই হারেনি শ্রীলঙ্কা। আজ থরঙ্গাদের সেই লজ্জা উপহার দিল বিরাট কোহলির দল।
সিরিজ আগেই পকেটে চলে আসায় এদিন ভারতীয় দলে ভারতীয় দলে চারটি বদল হয়। লোকেশ রাহুল, হার্দিক পাণ্ড্য, অক্ষর পটেল ও শিখর ধবন দলে নেই। তাঁদের বদলে খেলার সুযোগ পেয়েছেন অজিঙ্ক রাহানে, কেদার যাদব, ভুবনেশ্বর কুমার ও যুজবেন্দ্র চাহাল।
ভারতীয় দল- অজিঙ্ক রাহানে, রোহিত শর্মা, বিরাট কোহলি, মণীশ পাণ্ডে, কেদার যাদব, মহেন্দ্র সিংহ ধোনি, ভুবনেশ্বর কুমার, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ ও যুজবেন্দ্র চাহাল।