ঢাকা: মেয়েদের ভারতীয় ফুটবলে ফের সাফল্য। এবার অনূর্ধ্ব ১৯ সাফ গেমসের ফাইনালে পৌঁছে গেল ভারতীয় মহিলা দল। নেপালকে ৪-০ ব্যবধানে হারিয়ে দিল ভারতীয় দল। প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে ভারতীয় মেয়েদের ক্রমাগত আক্রমণের সামনে আত্মসমর্পণ করে নেপালের মেয়েরা। ভারতের হয়ে নেহা একাই দুটো গোল করেন। এছাড়া বাকি দুটো গোল করেন সুলঞ্জনা ও রেমারুয়াতপুই। ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে এবার মুখোমুখি হবে ভারতীয় দল। বাংলাদেশ এবারের টুর্নামেন্টে আয়োজক দেশ। তাই মাঠে নামার আগে নিঃসন্দেহে তারা বাড়তি সুবিধে নিয়ে মাঠে নামতে চলেছে। রাউন্ড রবিন লিগের প্রথম ম্যাচে ভুটানকে ১০-০ গোলে উড়িয়ে দেয় ভারত অনূর্ধ্ব-১৯ নারী দল। নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১-০ গোলে হারের স্বাদ পায় তারা। তবে তৃতীয় ও শেষ ম্যাচে নেপালকে ৪-০ গোলে বিধ্বস্ত করে ফাইনালের টিকিট কাটে ভারত।
এদিনের ম্য়াচে ভারতীয় দল প্রথম থেকেই চাপে রেখেছিল নেপালের ফুটবল দলটিকে। কিন্তু গোলমুখটুকুই খুলতে পারছিলেন না ভারতের মেয়েরা। তবে দ্বিতীয়ার্ধে পরপর চার গোল করে দলের জয় নিশ্চিত করেন ভারতের মেয়েরা।
অন্যদিকে নেপালকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে শেষ মুহূর্তের গোলে ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশের মেয়েরা। আগামী বৃহস্পতিবার টুর্নামেন্টের ফাইনালে ফের ভারত-বাংলাদেশ দ্বৈরথ।
ভারতীয় ফুটবলের সূচি
এদিকে ২০২৪-২৫ মরশুমের জন্য ভারতীয় ফুটবল দলের সূচি ঘোষণা করল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। আগামী জুলাই থেকে শুরু হবে নতুন মরশুম। ডুরান্ড কাপ দিয়ে শুরু হবে মরশুম। আগামী ২৬ জুলাই থেকে ৩১ অগাস্ট পর্যন্ত চলতে পারে এই ঐতিহ্যশালী টুর্নামেন্ট। আই লিগ ৩ শুরু হবে আগামী ১ অগাস্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। ফেডারেশনের যুব লিগগুলো চলবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে আগামী বছর মে পর্যন্ত। আইএসএল শুরু হবে চলতি বছর ১৪ সেপ্টেম্বর, চলবে আগামী বঠর ৩০ এপ্রিল পর্যন্ত। আই লিগ অক্টোবরের ১৯ তারিখ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। এছাড়া মহিলা ফুটবলের সূচি ও সুপার কাপের সূচি রয়েছে।