অকল্যান্ড: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচেও সহজ জয় পেল ভারত। সৌজন্যে ওপেনার লোকেশ রাহুল ও চার নম্বরে ব্যাট করতে নামা শ্রেয়স আয়ার। এই দুই ব্যাটসম্যানের দুরন্ত পারফরম্যান্সের সুবাদে ভারতীয় দল সাত উইকেটে ম্যাচ জিতে নিল। পাঁচ ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে গেল ভারত।


আজ অকল্যান্ডের ইডেন পার্কে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনরা। তবে ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেননি কিউয়ি ব্যাটসম্যানেরা। নির্ধারিত ২০ ওভারে মাত্র ১৩২/৫ স্কোরেই আটকে যায় নিউজিল্যান্ড।

কিউয়িদের ইনিংসের শুরুটা অবশ্য ভাল হয়েছিল। প্রথম ৬ ওভারে ৪৮ রান যোগ করেন মার্টিন গাপ্টিল ও কলিন মুনরো। তবে ১৬ বলের ব্যবধানে দুই ওপেনারকে ফিরিয়ে দেন শার্দুল ঠাকুর ও শিবম দুবে। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি নিউজিল্যান্ড। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে। শেষের দিকে চালিয়ে খেলে কিউয়ি উইকেটকিপার টিম সিফার্ট ২৬ বলে ৩৩ রান করেন।

ভারতীয় বোলারদের মধ্যে সেরা রবীন্দ্র জাডেজা। ৪ ওভারে মাত্র ১৮ রান খরচ করে দুই উইকেট তুলে নেন বাঁহাতি স্পিনার। কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসনও তাঁর শিকার। যশপ্রীত বুমরাহ ৪ ওভারে ২১ রান দিয়ে ১ উইকেট নেন। তাঁর বিরুদ্ধে সমস্যায় পড়েন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানেরা। মহম্মদ শামি ৪ ওভারে মাত্র ২২ রান দেন।

রান তাড়া করতে নেমে ভারতের শুরুটা ভাল হয়নি। প্রথম ওভারেই ফিরে যান রোহিত শর্মা (৮)। অধিনায়ক বিরাট কোহলিও (১১) বড় রান পাননি। তবে বিরাট ফিরে যাওয়ার পর রাহুল (৫৭ অপরাজিত) ও শ্রেয়স (৪৪) দলকে জেতানোর দায়িত্ব নেন। ইশ সোধির বলে ছক্কা মারতে গিয়ে শ্রেয়স আউট হয়ে গেলেও, রাহুল শেষপর্যন্ত ক্রিজে থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ১৭.৩ ওভারেই জয় ছিনিয়ে নেয় ভারত। বুধবার হ্যামিলটনে সিরিজের তৃতীয় ম্যাচ। এই ম্যাচ জিতলেই সিরিজ জিতে নেবে ভারত।