ভারত-নিউজিল্যান্ড সিনিয়র দলের সিরিজ চলাকালীনই মুখোমুখি হয়েছে ভারত এ ও নিউজিল্যান্ড এ। সেই সিরিজের দ্বিতীয় বেসরকারি একদিনের ম্যাচের ৩১তম ওভারের ঘটনা। ভারতীয় এ দলের বাঁহাতি স্পিনার ক্রুণাল পাণ্ড্যর বলে রিভার্স সুইপ করতে গিয়েছিলেন নিশাম। বলটি ব্যাটের কানায় লেগে সজোরে গিয়ে আঘাত করে নিশামের হেলমেটের গ্রিলে। মাঠে আসতে হয় নিউজিল্যান্ডের ফিজিওকে। খে্লা কিছুক্ষণ বন্ধ থাকে। শেষ পর্যন্ত ৩১ বলে ৩৩ রান করে অপরাজিত ছিলেন নিশাম।
দেখুন সেই ভিডিও
ম্যাচটি জেতে নিউজিল্যান্ড। দুটি উইকেট নেন নিশাম।
ম্যাচের পরে নিজের চোটের একটি ছবি পোস্ট করেন নিশাম। লেখেন, ‘রিভার্স সুইপ করতে গিয়ে নিজের মুখে চোট লাগিয়ে বসবেন না।’