কানপুর: কানপুরে সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে হারানোর সঙ্গে সঙ্গে টেস্টে কার্যত এক নম্বর দল হয়ে গেল ভারত। সিরিজ জিতলেই পাকিস্তানকে টপকে এক নম্বর হয়ে যাবে ভারত। যদিও এখনই এক নম্বর হয়ে গিয়েছে বিরাট কোহলির দল। কিন্তু যেহেতু সরকারি ঘোষণা হবে কয়েকদিন পরে, তাই এখনই ভারতকে এক নম্বর বলা যাচ্ছে না।


১১১ পয়েন্ট নিয়ে টেস্টে এক নম্বর দল ছিল পাকিস্তান। দ্বিতীয় স্থানে থাকা ভারতের পয়েন্ট ছিল ১১০। কানপুর টেস্টে নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানকে টপকে গেল ভারত। এরপর ইডেনে দ্বিতীয় টেস্ট জিতলে সিরিজ জয়ের পাশাপাশি ভারতের পয়েন্ট হবে ১১৩। ফলে ভারত টেস্টে এক নম্বর হয়ে যাবে।

পাকিস্তান এখন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টি-২০ সিরিজ খেলছে। এরপর একদিনের এবং টেস্ট সিরিজও খেলবে পাকিস্তান। টেস্ট সিরিজে ৩-০ জয় পেলেও পাকিস্তানের পয়েন্ট হবে ১১২। ফলে মিসবা উল হকরা কোনওভাবেই ভারতকে টপকে যেতে পারবেন না।

এই সিরিজ শুরু হওয়ার আগে কোহলির লক্ষ্য ছিল এক নম্বর হওয়া। তিনি এক নম্বর হওয়ার পর দীর্ঘদিন এই জায়গা ধরে রাখতে চাইছেন। আজ কানপুর থেকেই সেই লক্ষ্যে ভারত অধিনায়কের যাত্রা শুরু হল।