দোহা: পুরুষদের এশিয়া রাগবি সেভেনস ট্রফিতে পাকিস্তানকে হারিয়ে সপ্তম স্থান পেল ভারত। স্থান নির্ধারণের শেষ ম্যাচের ফল ১৪-১২। ১১ দলের এই প্রতিযোগিতায় সপ্তম স্থান পেয়ে ভারতীয় দল আপাতত সন্তুষ্ট। রাগবি ইন্ডিয়ার সচিব মহেশ মাথাই বলেছেন, এই প্রতিযোগিতায় ভারতীয় দল নিজেদের সেরা পারফরম্যান্স দেখিয়েছে। এখান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরও ভাল পারফরম্যান্স দেখানোর চেষ্টা করবে ভারত।
ভারত, পাকিস্তান ছাড়াও এই প্রতিযোগিতায় যোগ দিয়েছিল বাংলাদেশ, সিঙ্গাপুর, জর্ডন, ফিলিপিন্স, নেপাল, সংযুক্ত আরব আমিরশাহী, তাইল্যান্ড, ইরান ও আয়োজক দেশ কাতার।
প্রথম রাউন্ডে সংযুক্ত আরব আমিরশাহীর কাছে দু বার হেরে যায় ভারত। কোয়ার্টার ফাইনালে সিঙ্গাপুর এবং পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণের ম্যাচে ইরানের কাছে হেরে যায় গৌতম দাগারের দল। তবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে দিয়েছে ভারত। প্রতিযোগিতার শেষে গৌতমদের এটাই সেরা প্রাপ্তি।
রাগবিতে পাকিস্তানকে হারাল ভারত
Web Desk, ABP Ananda
Updated at:
05 Mar 2017 05:19 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -