বেঙ্গালুরু: টানা দুবার দৃষ্টিহীনদের টি-২০ ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ভারত। রবিবার বেঙ্গালুরুতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে দেন ভারতের দৃষ্টিহীনরা।
চলতি টুর্নামেন্টেই গ্রুপ পর্যায়ে পাকিস্তানের কাছে হেরেছিল ভারত। ফলে, এদিনের ফাইনালে এগিয়ে ছিল প্রতিদ্বন্দ্বীরাই। কিন্তু, ফাইনালে যাবতীয় হিসেব পাল্টে মধুর প্রতিশোধ নিলেন ভারতীয় দলের সদস্যরা।
এদিন প্রথম ব্যাট করে পাকিস্তান ৯ উইকেটের বিনিময়ে ১৭৯ রান তোলে। ভারতীয় বোলারদের মধ্যে ২টি করে উইকেট পেয়েছেন কেতন পটেল ও জাফর ইকবাল। জবাবে মাত্র এক উইকেট হারিয়ে ১৮ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় ভারতীয় দল।
ম্যাচের সেরা প্রকাশ জয়রামাইয়া ৯৯ রানে অপরাজিত থাকেন। আউট হন অজয় কুমার রেড্ডি (৪৩)। তিনি রান আউট হন। সিরিজ সেরা হয়েছেন পাকিস্তানের মদর মুনীর। টুর্নামেন্টে তিনি ৫৭০ রান করেছেন।
প্রসঙ্গত, ২০১২ সালে গত বিশ্বকাপেও, পাকিস্তানকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এবারও তার পুনরাবৃত্তি হল।
এই কৃতিত্বের জন্য ভারতীয় দলের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি টুইটবার্তায় তিনি লেখেন, দৃষ্টিহীনদের টি-২০ ক্রিকেট বিশ্বকাপ ভারত জিতেছে বলে আহ্লাদিত। দলকে শুভেচ্ছা। তাঁদের কৃতিত্বের জন্য দেশ গর্বিত।
https://twitter.com/narendramodi/status/830732555586506752
চ্যাম্পিয়ন হওয়ার জন্য ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বিজয় গয়াল। তিনি বলেছেন, ভারতীয় দৃষ্টিহীন ক্রিকেট দল ভারতীয় ক্রীড়ার ইতিহাসে আরেকটি স্মরণীয় অধ্যায়ের রচনা করলেন। তিনি যোগ করেন, ২০১৬ সালে রিও প্যারালিম্পিক্সেও ভারতীয় প্যারা অ্যাথলিটরা সাফল্য পেয়েছে। তারপর ফের ভারতীয় দৃষ্টিহীন ক্রিকেট দলও সেই নজির গড়লেন।