নদিয়া: ফের বন্ধুর হাতে বন্ধু খুনের অভিযোগ!ক্যানিংয়ের পর এবার কৃষ্ণনগরে স্কুল পড়ুয়াকে খুনের অভিযোগে গ্রেফতার মৃতেরই ২ বন্ধু। দোষীদের কঠোর শাস্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ, পথ অবরোধ।
কৃষ্ণনগর রোড স্টেশন এলাকার বাসিন্দা দেবাশিস ভৌমিক। কৃষ্ণনগরের দেবনাথ হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল সে। পুলিশ জানিয়েছে, শনিবার বিকেলে জাহাঙ্গিরপুর হেলিপ্যাডের কাছে দেবাশিসের সাইকেল উদ্ধার হয়। রাতে ওই এলাকাতেই মেলে তার নিথর দেহ।
মৃতের পরিবারের দাবি, ৯ তারিখ বিকেলে দেবাশিসকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় ২ বন্ধু। এরপর থেকে দেবাশিসের কোনও খোঁজ মেলেনি। থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। মৃত ছাত্রের মা ছিমলি ভৌমিক জানান, ৯ তারিখ বিকেলে পৌনে ৪টে নাগাদ বাড়ি থেকে বেরোয়। তারপর থেকে খোঁজ ছিল না। তিনি বলেন, থানায় যাই, একদিন পরে আসতে বলে। পরের দিন ফের থানায় অভিযোগ জানাই। গতকাল সাইকেল পাওয়া যায়। পুলিশকে জানানো হয়। রাত ২টোর সময় বডি উদ্ধার হয়। পরিবার ফোন করে, তখন জানানো হয় বডি উদ্ধার হয়েছে।
পুলিশ দেবাশিসের ২ বন্ধুকে জেরা শুরু করে। পুলিশ সূত্রে খবর, টানা জেরার মুখে ভেঙে পড়ে তারা। স্বীকার করে নেয় বন্ধুকে খুনের কথা। এমনকী, তারা দেহ কোথায় লুকিয়ে রেখেছে, তাও জানিয়ে দেয়।
শনিবার রাতে দেবাশিসের দেহ উদ্ধার হয়। সকালে পরিবারের সদস্যরা থানায় গেলে জানানো হয়, ছাত্রের দেহ মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কৃষ্ণনগর-বর্ধমান রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। ৬ ঘণ্টার অবরোধে তীব্র যানজটের সৃষ্টি হয়। নাকাল হন যাত্রীরা। অবশেষে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে।
নদিয়ার পুলিশ সুপার শীসরাম ঝাঝারিয়া জানিয়েছেন, টাকা-পয়সা নিয়ে বিবাদের জেরেই খুন বলে প্রাথমিক অনুমান। ধৃতদের জেরা করে প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে। ধৃতদের বিরুদ্ধে রুজু হয়েছে খুনের মামলা। সোমবার ধৃতদের জুভেনাইল আদালতে পেশ করা হবে।
ক’দিন আগে, গত ৯ ফেব্রুয়ারি ক্যানিংয়ের জীবনতলায় বন্ধুকে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার হয় ৩ বন্ধু। এবার বন্ধুর হাতে বন্ধু খুনের অভিযোগ কৃষ্ণনগরেও। বন্ধুত্বের সম্পর্কের মধ্যেও কীভাবে ডালপালা মেলছে শত্রুতার বিষবৃক্ষ? প্রশ্ন উঠছে।