কলম্বো: ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির ৩০০-তম একদিনের আন্তর্জাতিক ম্যাচটা স্মরণীয় হয়ে থাকল। শ্রীলঙ্কাকে ১৬৮ রানে হারিয়ে সিরিজে ৪-০ এগিয়ে গেল ভারত। এই সিরিজে আর একটাই ম্যাচ বাকি। টেস্টের পর একদিনের সিরিজেও শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ দিকে এগিয়ে চলেছে বিরাট কোহলির দল। এই জয়ে ধোনিরও অবদান থাকল।
সিরিজ ইতিমধ্যেই জিতে নিয়েছে ভারত। ফলে চতুর্থ ম্যাচের কোনও গুরুত্ব ছিল না। এই ম্যাচে টসে জিতে ব্যাটিংযের সিদ্ধান্ত নেয় ভারত। শুরুতেই ফিরে যান শিখর ধবন (৪)। তারপর শুরু হয় অধিনায়ক বিরাট কোহলি ও রোহিত শর্মার দাপট। অসাধারণ শতরান করলেন ভারতের। তিনি ৯৬ বলে ১৩১ রান করে আউট হন। এটা একদিনের ক্রিকেটে বিরাটের ২৯-তম শতরান। শ্রীলঙ্কার এই ম্যাচের অধিনায়ক লসিথ মালিঙ্গার বলে আউট হন বিরাট। তিনি একদিনের ক্রিকেটে মালিঙ্গার ৩০০-তম শিকার।
অধিনায়কের সঙ্গে পাল্লা দিয়ে দুরন্ত শতরান করেন রোহিতও। তিনি ৮৬ বলে শতরান করেন। একদিনের ক্রিকেটে এটা রোহিতের ১৩-তম শতরান। ১০৪ রান করে আউট হন রোহিত। হার্দিক পাণ্ড্য ১৯ রান করে আউট হন। পরপর দু বলে এই দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। লোকেশ রাহুল (৭) দ্রুত ফিরে যান। তাঁকে আউট করেন শ্রীলঙ্কার নয়া তারকা স্পিনার আকিলা ধনঞ্জয়।
এরপর ধোনি ৪২ বলে ৪৯ রানের ঝকঝকে ইনিংস খেলে অপরাজিত থাকেন। শেষদিকে তাঁর সঙ্গে যোগ্য সঙ্গত করেন মণীশ পাণ্ডে। এই তরুণ ক্রিকেটার ৪২ বলে ৫০ রানে অপরাজিত থাকেন। তাঁদের দাপটে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে করে ৩৭৫ রান। জবাবে ৪২.৪ ওভারে ২০৭ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ ৭০ রান করেন ম্যাথিউজ। জসপ্রীত বুমরাহ, হার্দিক ও কুলদীপ যাদব দুটি করে উইকেট নেন।
চতুর্থ একদিনের ম্যাচে ১৬৮ রানে জয় ভারতের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
31 Aug 2017 02:37 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -