ইনদওর: ব্যাট হাতে রোহিত শর্মা, লোকেশ রাহুলের তাণ্ডবের পর বল হাতে যুজবেন্দ্র চাহল, কুলদীপ যাদবের ভেল্কি। এই আক্রমণের মোকাবিলা করার কোনও সম্ভাবনা ছিল না শ্রীলঙ্কার। সেটা হলও না। সহজেই ৮৮ রানে জিতে টেস্ট ও একদিনের সিরিজের পর এক ম্যাচ বাকি থাকতেই টি-২০ সিরিজও জিতে গেল ভারত। অধিনায়ক বিরাট কোহলি একদিনের ও টি-২০ সিরিজে না খেললেও, দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে দলকে জেতালেন এই সিরিজের অধিনায়ক রোহিত শর্মা। ফলে দক্ষিণ আফ্রিকা সফরের আগে ভারতীয় দল বুঝিয়ে দিল, তারা তৈরি।
সিরিজের প্রথম টি-২০ ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে বড় ব্যবধানে হেরেছিল শ্রীলঙ্কা। আজ ইনদওরের হোলকার স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচেও টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক থিসারা পেরেরা। আজও তাঁর এই সিদ্ধান্ত ভুল বলে প্রমাণিত হয়। রোহিত ও রাহুলের দাপটে উড়ে গেল শ্রীলঙ্কা। ফের ব্যাট হাতে ঝলসে উঠলেন রোহিত। তাঁর বিধ্বংসী ইনিংসের সুবাদে প্রথমে ব্যাট করতে নেমে পাঁচ উইকেট হারিয়ে ২৬০ রান করে ভারত। রোহিত ৪৩ বলে ১১৮ রান করে আউট হন। অপর ওপেনার রাহুল ৪৯ বলে ৮৯ রান করেন। অল্পের জন্য টি-২০ ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ড গড়তে পারল না ভারতীয় দল।
রোহিত আজ শুরু থেকেই মারমুখী মেজাজে ছিলেন। তিনি প্রথম ৫০ করেন ২৩ বলে। আসেলা গুণরত্নের বেল ছয় মেরে ৪৭ থেকে ৫৩ রানে পৌঁছে যান এই সিরিজে ভারতের অধিনায়ক। তিনি পরের ৫০ করেন মাত্র ১২ রানে। ১১টি বাউন্ডারি ও ৮টি ছক্কার সাহায্য ৩৫ বলে ১০১ রান করেন রোহিত। তিনি টি-২০ ম্যাচে দ্রুততম শতরানের রেকর্ড স্পর্শ করলেন। এর আগে এই রেকর্ড ছিল ডেভিড মিলারের। তাঁর সঙ্গে একই সারিতে এখন রোহিত। তিন নম্বরে নামা মহেন্দ্র সিংহ ধোনি ২১ বলে ২৮ রান করেন। হার্দিক পাণ্ড্য ৩ বলে ১০ রান করে আউট হন।
বিশাল টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভালই করেছিল শ্রীলঙ্কা। ওপেনার নিরোশন ডিকওয়েলা (২৫) ও উপুল থরঙ্গা (৪৭) শুরু থেকেই দ্রুত রান তুলতে থাকেন। দলের ৩৬ রানের মাথায় ডিকওয়েলা ফিরে যাওয়ার পর থরঙ্গার সঙ্গে যোগ দেন কুশল পেরেরা (৭৭)। এই জুটিতে যোগ হয় ১০৯ রান। থরঙ্গাকে কট অ্যান্ড বোল্ড করে এই জুটি ভাঙেন চাহল। পেরেরাকে ফেরান কুলদীপ। এরপর শ্রীলঙ্কার আর কোনও ব্যাটসম্যানই দুই অঙ্কের রান করতে পারেননি। চাহল ৫২ রান দিয়ে ৪ উইকেট এবং কুলদীপ ৫২ রান দিয়ে ৩ উইকেট নেন। শ্রীলঙ্কা ১৭.২ ওভারে ১৭২ রান করে। অ্যাঞ্জেলো ম্যাথুজ আহত থাকায় ব্যাট করতে পারেননি।
বল হাতে কামাল চাহল-কুলদীপের, শ্রীলঙ্কাকে ৮৮ রানে হারিয়ে টি-২০ সিরিজ জয় ভারতের
Web Desk, ABP Ananda
Updated at:
22 Dec 2017 07:00 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -