ব্লুমফেন্টন: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে অভিযান দারুণভাবে শুরু করল গতবারের চ্যাম্পিয়ন ভারত। টুর্নামেন্টে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৯০ রানে হারাল ভারতের অনূর্ধ্ব ১৯ দল। প্রথমে ব্যাট করে ভারত ৫০ ওভারে চার উইকেটে ২৯৭ রান করে। জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা ৪৫.২ ওভারে ২০৭ রানে অলআউট হয়ে যায়।
শ্রীলঙ্কার টপ ও মিডল অর্ডার ব্যাটসম্যানরা শুরুটা ভালো করলেও কেউ লম্বা ইনিংস খেলতে পারেননি। অধিনায়ক নিপূণ ধনঞ্জয়ই একমাত্র ব্যাটসম্যান হিসেবে হাফসেঞ্চুরি করেন। ৫৯ বলে দুটি চার ও একটি ছয়ের সাহায্যে তিনি ৫০ রান করেন। কামিলা মিসারা ৩৯ রান করেন। কিন্তু আর কোনও ব্যাটসম্যান উইকেটে থিতু হতে পারেননি। লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা ভারতীয় বোলিং আক্রমণের সামনে কার্যত দাঁড়াতেই পারেননি।
ভারতের অনূর্ধ্ব ১৯ দলের হয়ে আকাশ সিংহ, সিদ্ধেশ বীর ও রবি বিষ্ণোই দুটি করে উইকেট নিয়েছেন। কার্তিক ত্যাগী ও সুশান্ত মিশ্র নিয়েছেন ১ টি করে উইকেট। বিশেষ করে নজর কেড়েছেন ফাস্ট বোলার ত্যাগী। ৭.২ ওভার বোলিং করে ১ উইকেট নিলেও তাঁর বলের গতি ব্যাটসম্যানদের সমস্যায় ফেলে। বেশ কয়েকবারই ১৪০ কিমি গতিতে বল করেন তিনি।
এর আগে ভারতীয় ব্যাটসম্যানরাও দাপট দেখান। যশস্বী জয়সওয়াল (৫৯), দিব্যাংশ সাক্সেনা (২৯) প্রথম উইকেটে ৬৬ রান যোগ করেন। যশস্বী দলের ১১২ রানে আউট হন।
অধিনায়ক প্রিয়ম গর্গ ৭২ বলে ৫৬ এবং ধ্রুব জুরেল ৪৮ বলে অপরাজিত ৫২ রানের ইনিংস খেলেন। সিদ্ধেশও ৪৪ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। ২৭ বলে ছয়টি চার ও একটি ছয়ের সাহায্যে ৪৪ রান করেন তিনি।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হেলায় হারিয়ে অভিযান শুরু ভারতের
ABP Ananda webdesk
Updated at:
20 Jan 2020 11:55 AM (IST)
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে অভিযান দারুণভাবে শুরু করল গতবারের চ্যাম্পিয়ন ভারত। টুর্নামেন্টে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৯০ রানে হারাল ভারতের অনূর্ধ্ব ১৯ দল। প্রথমে ব্যাট করে ভারত ৫০ ওভারে চার উইকেটে ২৯৭ রান করে। জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা ৪৫.২ ওভারে ২০৭ রানে অলআউট হয়ে যায়।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -