পাল্লেকেলে: প্রথমবার বিদেশের মাটিতে হোয়াইটওয়াশ করার গৌরব অর্জন করল বিরাট কোহলির ভারত। সিরিজের তৃতীয় টেস্টে শ্রীলঙ্কাকে ইনিংস ও ১৭১ রানে হারিয়ে ম্যাচ ও সিরিজ জিতল ভারত। আড়াই দিনেই শেষ হয়ে গেল তৃতীয় টেস্ট। দ্বিতীয় ইনিংসে চার উইকেট নিলেন রবিচন্দ্রন অশ্বিন। তিন উইকেট নেন মহম্মদ শামি। এই সিরিজের দ্বিতীয় টেস্টেও ইনিংসে জয় পেয়েছিল ভারত। আজ ফের ইনিংসে জিতল বিরাটের দল। ভারতের প্রধান কোচ হিসেবে প্রথম সিরিজেই দুর্দান্ত সাফল্য পেলেন রবি শাস্ত্রী।

গতকাল দ্বিতীয় দিনের শেষে ফলো অন করতে নেমে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার রান ছিল ১ উইকেটে ১৯। আজ ম্যাচ বাঁচানোর লড়াই ছিল শ্রীলঙ্কার। কিন্তু শুরুতেই দিমুথ করুণারত্নেকে (১৬) ফিরিয়ে দেন অশ্বিন। এরপর মালিন্দা পুষ্পকুমারকে (১) আউট করেন বাংলার পেসার শামি। তাঁর বলে ক্যাচ নেন বাংলারই উইকেটকিপার ঋদ্ধিমান সাহা। কুশল মেন্ডিসকেও (১২) এলবিডব্লু করে দেন শামি। সেই সময় মনে হচ্ছিল, শ্রীলঙ্কার বাকি ব্যাটসম্যানরা বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারবেন না। দ্রুত ম্যাচ জিতে নেবে ভারত। কিন্তু অ্যাঞ্জেলো ম্যাথিউজ (৩৫) ও দীনেশ চান্ডিমাল (৩৬) কিছুটা লড়াই করেন।

তৃতীয় টেস্টের তৃতীয় দিন মধ্যাহ্নভোজের বিরতিতে শ্রীলঙ্কার স্কোর ছিল ৪ উইকেটে ৮২। দ্বিতীয় সেশনের খেলা শুরু হওয়ার পর চান্ডিমালকে ফিরিয়ে দেন কুলদীপ যাদব। এরপর ম্যাথিউজকে এলবিডব্লু করে দেন অশ্বিন। তিনিই দিলরুবান পেরেরাকে (৮) ফেরান। এরপর শামি আউট করেন লক্ষ্মণ সান্দাকানকে (৮)। উইকেটে জমে যাওয়া নিরোশান ডিকওয়েলাকে (৪৬) ফে্রান উমেশ। শেষ উইকেটটি নেন অশ্বিন। তিনি আউট করেন লাহিরু কুমারকে (১০)। বিশ্ব ফার্নান্দো (৪) অপরাজিত থাকেন। শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৮১ রানে।