মেলবোর্ন: প্রথম তিন ম্যাচ জিতে মহিলাদের টি-২০ বিশ্বকাপের শেষ চারে যাওয়া আগেই নিশ্চিত করে ফেলেছিল ভারত। আজ গ্রুপ এ-র শেষ ম্যাচেও শ্রীলঙ্কাকে সহজেই ৭ উইকেটে হারিয়ে দিলেন শেফালি বর্মারা। ফলে গ্রুপের সব ম্যাচ জিতেই সেমি-ফাইনালে গেল ভারত। আগামী বৃহস্পতিবার ৫ মার্চ শেষ চারের লড়াইয়ে প্রতিপক্ষ কে, সেটা এখনও ঠিক হয়নি।
আজ টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। তবে ভারতের বোলারদের দাপটে তারা বড় রান করতে পারেনি। ৯ উইকেটে ১১৩ রান করেই থেমে যায় শ্রীলঙ্কা। ভারতের হয়ে সেরা পারফরম্যান্স বাঁ হাতি স্পিনার রাধা যাদবের। তিনি ২৩ রান দিয়ে ৪ উইকেট নেন। অপর এক বাঁ হাতি স্পিনার রাজেশ্বরী গায়কোয়াড় নেন ২ উইকেট। দীপ্তি শর্মা, শিখা পাণ্ডে ও পুনম যাদব একটি করে উইকেট নেন।
ভারতীয় দল ১৪.৪ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। ওপেনার শেফালি বর্মা এদিনও ভাল পারফরম্যান্স দেখান। তিনি করেন ৪৭ রান। অপর ওপেনার স্মৃতি মন্ধানা করেন ১৭ রান। অধিনায়ক হরমনপ্রীত কউর করেন ১৫ রান। জেমাইমা রডরিগেজ ও দীপ্তি শর্মা দু’জনেই ১৫ রান করে অপরাজিত থাকেন।
গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৭ উইকেটে জয়, অপরাজিত থেকেই শেষ চারে ভারতের মহিলা দল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Feb 2020 01:14 PM (IST)
আগামী বৃহস্পতিবার ৫ মার্চ শেষ চারের লড়াইয়ে প্রতিপক্ষ কে, সেটা এখনও ঠিক হয়নি।
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -