হায়দরাবাদ: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্ট তিন দিনেরও কম সময়ে জিতেছিল ভারতীয় দল। আজ দ্বিতীয় টেস্টও তিন দিনেই জিতে নিল বিরাট কোহলির দল। ফলে সিরিজ ২-০ ফলে জিতল ভারতীয় দল। ক্যারিবিয়ানরা সেভাবে লড়াই করতেই পারল না। এই টেস্টে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ১২৭ রানে অলআউট হওয়ার পর জয়ের জন্য ভারতের দরকার ছিল ৭২ রান। ১৬.১ ওভারেই ৭৫ রান তুলে নিলেন লোকেশ রাহুল (৩৩) ও পৃথ্বী শ (৩৩)। ১০ উইকেটে জিতল ভারত।


এর আগে আজ সকালে ভারতীয় দল ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। মাত্র ৫৯ রানে ৬ উইকেট পড়ে যায়। শতরান হারান গতকালের দুই অপরাজিত ব্যাটসম্যান ঋষভ পন্থ (৯২) ও অজিঙ্কা রাহানে (৮০)। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার ৫৬ রান দিয়ে ৫ উইকেট নেন। ৩৬৭ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল। বিরাট কোহলিরা এগিয়ে ছিলেন ৫৬ রানে।

গতকাল রস্টন চেসের শতরানের সুবাদে প্রথম ইনিংসে ৩১১ রান করে ক্যারিবিয়ানরা। দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ছিল ৪ উইকেটে ৩০৮। আজ শুরুতেই রাহানেকে ফেরান হোল্ডার। তাঁর বলেই কোনও রান না করে আউট হন রবীন্দ্র জাডেজা। রবিচন্দ্রন অশ্বিন করেন ৩৫ রান।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় বলেই ক্রেগ ব্রেথওয়েটের (০) উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসের শেষ দুই বলে উইকেট পাওয়ার পর দ্বিতীয় ইনিংসের প্রথম বলে উইকেট পেলে হ্যাটট্রিক করতে পারতেন উমেশ। কিন্তু তিনি অল্পের জন্য সেই সুযোগ হারালেন। চতুর্থ ওভারে ক্যারিবিয়ানদের দ্বিতীয় উইকেটের পতন হয়। অপর ওপেনার কিয়েরন পাওয়েলকেও শূন্য রানে ফেরান অশ্বিন। শাই হোপ (২৮) ও হেটমায়ার (১৭) কিছুটা লড়াই করেন। প্রথম ইনিংসে শতরান করা রস্টন চেস (৬) এবার আর রান পাননি না। তাঁকে ফেরান উমেশ। শেন ডাউরিচকেও (০) ফেরান উমেশ। চা পানের বিরতিতে রান ছিল ৬ উইকেটে ৭৬। এরপর হোল্ডার (১৯) ও সুনীল অ্যামব্রিস (৩৮) কিছুটা লড়াই করেন। বাকিরা বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। উমেশ চারটি, জাডেজা তিনটি, অশ্বিন দু’টি এবং কুলদীপ যাদব একটি উইকেট নেন। এই ম্যাচে ১০ উইকেট নেন উমেশ।