কলকাতা: ইডেন গার্ডেন্সে প্রথম টি-২০ প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সিরিজ ১-০ তে এগিয়ে গেল ভারত। টসে জিতে বিপক্ষকে ব্যাট করতে পাঠায় ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে মাত্র ১০৯ রানেই আটকে যায় ক্যারিবিয়ানরা। ভারতের হয়ে ১৩ রানে তিন উইকেট সংগ্রহ করেন কুলদীপ যাদব। জবাবে, ১৭.৫ ওভারে ৫ উইকেট খুইয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মেন ইন ব্লু। ৩১ রানে অপরাজিত থাকেন দীনেশ কার্তিক। ২১ রান করেন ক্রুনাল পাণ্ড্য। আজ আন্তর্জাতিক টি-২০ তে অভিষেক হল ক্রুনাল পাণ্ড্য ও খলিল আহমেদের। ক্যারিবিয়ানদের হয়ে অভিষেক হল ওশেন টমাস, ফ্যাবিয়ান অ্যালেন ও খ্যারি পিয়েরের।
ভারতীয় দল- রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধবন, লোকেশ রাহুল, ঋষভ পন্থ, মণীশ পাণ্ডে, দীনেশ কার্তিক, ক্রুনাল পাণ্ড্য, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, খলিল আহমেদ ও উমেশ যাদব।
ছবি সৌজন্যে ট্যুইটার