নয়াদিল্লি: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক। আর অভিষেকেই বাজিমাত। ওপেনার পৃথ্বী শ ওই সিরিজে অভিষেক ম্যাচেই শতরান করে গোটা বিশ্বের বাহবা কুড়িয়েছিলেন। ছিল একটি অর্ধশতরানও। এরপর অস্ট্রেলিয়া সফরেও ডাক পান। তবে চোটের কারণে ছিটকে যান। তারপর কেটে গিয়েছে এক বছরেরও বেশি সময়। আন্তর্জাতিক ক্রিকেটে আর দেখা যায়নি এই তরুণ তারকাকে। মাঝে নিষিদ্ধ কিছু ওষুধ নিয়ে ঘরোয়া ক্রিকেট থেকেও নির্বাসিত ছিলেন। ফিরে এসেই বুঝিয়ে দিলেন, তিনি ছিলেন, আছেন এবং থাকবেন। হারিয়ে যাবেন না। সঈদ মুস্তাক আলি ট্রফিতে পৃথ্বীর পারফরম্যান্সই ওর হয়ে কথা বলে দিয়েছে।
১৭৯ বলে ২০২। ঝুলিতে ১৯টি বাউন্ডারি, চারটে ওভারবাউন্ডারি। বরোদার বিরুদ্ধে পৃথ্বী শ-এর এই ইনিংসের পরই তাঁর হয়ে গলা ফাটাতে শুরু করেছে অনেকে। টেস্ট ক্রিকেটে এই মুম্বই তারকাকে ফের সুযোগ দেওয়ার পক্ষেও জোড়াল সওয়াল উঠছে। মুরলি বিজয় এবং শিখর ধবনের পরিবর্তে সুযোগ দেওয়া হয়েছিল লোকেশ রাহুল এবং পৃথ্বী শ-কে। পৃথ্বী চোট পাওয়ায় সুযোগ পান ময়াঙ্ক অগ্রবাল। অন্যদিকে রাহুলের বিফলতায় সুযোগ পান রোহিত শর্মা। এরপর তৈরি হয় ময়াঙ্ক-রোহিত নতুন জুটি, যা এখনও পর্যন্ত সফল। যার ফলে এখনই তাঁদের সরিয়ে দেওয়ার কোনও প্রশ্নই নেই। সেক্ষেত্রে দলে তৃতীয় ওপেনার হিসেবে পৃথ্বী শ-কে দলে রাখার কথা ভাবতে পারেন নির্বাচকরা। তব সেটা আদৌ হবে কিনা, তা এখনই পরিষ্কার করে বলা যাবে না।