নয়াদিল্লি: নিউজিল্যান্ডে অনূর্দ্ধ ১৯ ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তানকে ২০৩ রান হারিয়ে ফাইনালে পৌঁছেছে ভারত। ভারতের ২৭২ রানের জবাবে পাকিস্তান অল আউট হয়ে যায় মাত্র ৬৯ রানে।
পাকিস্তানের এই হারের পর ক্রিকেট অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় হাসিঠাট্টায় মেতেছেন।





পাকিস্তান দলকে বিদ্রুপ করে একজন লিখেছেন, 'কোনও পাক ব্যাটসম্যানেরই রান ১৮-র বেশি নয়, আসলে ক্রিকেটে অনূর্দ্ধ ১৯-এর মানেটা ওরাই ভালো বোঝে'।






আর একজনের ট্যুইট, 'পাকিস্তান ১২ ওভারে ২৮ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলেছিল। ওদের ব্যাটসম্যানরা জানে, কীভাবে জাতীয় দলে জায়গা পেতে হয়'।

 



কেউ কেউ মজাদার ছবিও পোস্ট করেছেন। একটা ছবিতে দেখা যাচ্ছে, ভারতের কাছে হারের পর পাক সমর্থকরা টিভি ভাঙছেন। অন্যটিকে দেখা যাচ্ছে, অনূর্দ্ধ ১০ দলের হারের পর সমর্থকদের রিমোট ভাঙছেন।






যদিও এক ইউজার লিখেছেন, 'ফাইনালে পৌঁছনোর জন্য ভারতের অনূর্দ্ধ ১৯ দলকে অভিনন্দন। কিন্তু এই জয়ে গত বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে হারের জ্বালা কম হল না'।