ঘরের মাঠে টানা ১১টি সিরিজ জয়, টেস্টের ইতিহাসে সর্বকালের সেরা সাফল্য ভারতের
Web Desk, ABP Ananda | 22 Oct 2019 04:07 PM (IST)
দেশের মাটিতে টেস্টে ভারতীয় দলের জয়যাত্রা শুরু ২০১৩ থেকে।
রাঁচি: দক্ষিণ আফ্রিকাকে ৩-০ উড়িয়ে শুধু আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট বাড়িয়ে নেওয়াই নয়, নয়া নজিরও গড়ল ভারতীয় দল। ঘরের মাঠে টানা ১১টি টেস্ট সিরিজ জিতলেন বিরাট কোহলিরা। টেস্টের এত বছরের ইতিহাসে এই কৃতিত্ব অন্য কোনও দলের নেই। ঘরের মাঠে সর্বকালের সেরা সাফল্য পেয়ে গেল ভারত। দেশের মাটিতে টেস্টে ভারতীয় দলের জয়যাত্রা শুরু ২০১৩ থেকে। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ ১-২ হারার পরেই ঘুরে দাঁড়ায় ভারত। অস্ট্রেলিয়াকে ৪-০ উড়িয়ে দেওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২-০, ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩-০, ২০১৬ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩-০, ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ ৪-০, ২০১৭ সালে বাংলাদেশের বিরুদ্ধে একটিমাত্র টেস্ট ম্যাচ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-১, শ্রীলঙ্কার বিরুদ্ধে ১-০, ২০১৮ সালে আফগানিস্তানের বিরুদ্ধে একটিমাত্র টেস্ট ম্যাচ এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২-০ জেতে ভারত। গত ৬ বছরে ঘরের মাঠে সবচেয়ে ধারাবাহিক দল ভারতই। ২৮টি টেস্ট ম্যাচের মধ্যে ২২টিই জিতেছেন বিরাটরা। সাফল্য ৭৮.৫৭ শতাংশ ম্যাচে। অনেক পিছিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া (৬৮.৭৫ শতাংশ)। দেশের মাটিতে সব দলকেই হারিয়েছে ভারত। শুধু তাই নয়, বিদেশেও সাফল্য পেয়েছেন বিরাটরা। সেই কারণেই তাঁরা টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে।