একতার ৫ উইকেট, পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত
ABP Ananda, web desk | 02 Jul 2017 11:32 AM (IST)
লন্ডন: মহিলাদের বিশ্বকাপে ভারতের জয়ের ধারা অব্যাহত। প্রথম দুটি ম্যাচে অনায়াস জয়ের পর আজ পাকিস্তানকে ৯৫ রানে হারিয়ে দিল ভারত। ভারতের ১৬৯ রানের জবাবে ৭৪ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ভারতের জয়ের নায়ক বাঁ হাতি স্পিনার একতা বিস্ত। তিনি মাত্র ১৮ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন। পাকিস্তানের মাত্র দু জন ব্যাটসম্যান দুই অঙ্কের রান করতে পেরেছেন। নাহিদা খান করেন ২৩ রান। ৫১ রানে ৯ উইকেট পড়ে যাওয়ার পর একা লড়াই করেন অধিনায়ক সানা মীর। তিনি ৭৩ বলে ২৯ রানের দায়িত্ববান ইনিংস খেলেও দলের হার বাঁচাতে পারেননি। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করে ভারত। শুরুতেই ফিরে যান স্মৃতি মন্ধনা (২)। এরপর পুনম রাউত ও দীপ্তি শর্মার পার্টনারশিপে ঘুরে দাঁড়ায় ভারত। ৪৭ রান করেন ওপেনার পুনম। দীপ্তি করেন ২৮ রান। তবে এরপর হঠাৎই ধস নামে ভারতের ব্যাটিং লাইনআপে। ১১১ রানে ৬ উইকেট পড়ে যায়। তবে সুষমা বর্মা ও ঝুলন গোস্বামী ভারতের রান কিছুটা বাড়ান। সুষমা করেন ৩৩ রান। ঝুলনের সংগ্রহ ১৪। পাকিস্তানের নশরা সান্ধু ২৬ রান দিয়ে ৪ উইকেট নেন। সাদিয়া ইউসুফ ৪০ রান দিয়ে দুটি উইকেট নেন। ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে পাকিস্তান। নাহিদা ও সানা ছাড়া কেউই বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। ভারতের সব বোলারই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। ভারতীয় দল- পুনম রাউত, স্মৃতি মন্ধনা, দীপ্তি শর্মা, মিতালি রাজ (অধিনায়ক), হরমনপ্রীত কউর, মোনা মেশরাম, ঝুলন গোস্বামী, মানসী যোশী, একতা বিস্ত, সুষমা বর্মা ও পুনম যাদব। পাকিস্তান দল- আয়েষা জাফর, নাহিদা খান, জাভেরিয়া খান, ইরম জাভেদ, নইন আবিদি, আসমাভিয়া ইকবাল, সিদরা নওয়াজ, সানা মীর (অধিনায়ক), নশরা সান্ধু, ডায়না বেগ ও সাদিয়া ইউসুফ।