মালে: মলদ্বীপের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে ছন্দে ফিরেছিল ভারতীয় ফুটবল দল (Indian Football Team)। শনিবার সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৩-০ গোলে নেপালকে (Nepal) হারাল ইগর স্তিমাচের দল। ভারতের হয়ে গোল করলেন সুনীল ছেত্রী, সুরেশ সিংহ এবং সাহাল আব্দুল।


ফাইনালে শুরু থেকে উজ্জ্বল সুনীল। ফাইনালে নেপালকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত। ২০১৫ সালের পরে ফের সাফ কাপ জিতল ভারত। টুর্নামেন্ট জুড়ে দলের আক্রমণকে নেতৃত্ব দিলেন ভারত অধিনায়ক সুনীল। গোল করে এবং করিয়ে নিজেকে বিরল উচ্চতায় নিয়ে গেলেন ভারতীয় স্ট্রাইকার ।


বৃষ্টি ভেজা সাফ কাপের ফাইনালে ম্যাচের রাশ নিজেদের পায়ে রেখেও গোল পাওয়ার জন্য ভারতীয় দলকে ৪৮ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হল। ডানদিক থেকে প্রীতম কোটালের সেন্টারে মাথা ছুঁইয়ে দলকে এগিয়ে দেন অধিনায়ক সুনীল ছেত্রী ৷ আর্ন্তজাতিক ফুটবলে দেশের জার্সিতে ৮০তম গোল করে লিওনেল মেসিকে স্পর্শ করলেন তিনি। প্রথম গোলের এক মিনিট পরেই দ্বিতীয় গোল ভারতের। এবার গোলদাতা সুরেশ সিংহ।


চলতি সাফ কাপে শুরুটা ভাল না হলেও প্রতিযোগিতা যত গড়িয়েছে ততই ছন্দে ফিরেছে ভারতীয় দল। অধিনায়ক সুনীল ছেত্রী প্রথমে ফুটবল সম্রাট পেলে ও পরে লিওনেল মেসির আর্ন্তজাতিক গোলসংখ‍্যা স্পর্শ করলেন। শনিবার বিরতির পর নেপালের প্রতিআক্রমণ নির্ভর ছক ভাঙতে ভারতীয় ফুটবলাররা দ্রুত পাস খেলা শুরু করেন। তাতেই সাফল্য।


তিন বছর আগে, ২০১৮ সালে মলদ্বীপের কাছে হেরে সাফ কাপের মুকুট হারাতে হয়েছিল ভারতকে। এবার হতাশাজনক পারফরম্যান্স দিয়ে সাফ অভিযান শুরু করলেও দিনের শেষে চ্যাম্পিয়ন সুনীল ছেত্রীরা। ২০১৯ থেকে ভারতীয় দলের দায়িত্বে আছেন ইগর স্তিমাচ। কিন্তু শনিবারের আগে পর্যন্ত ভারতকে কোনও ট্রফি জেতাতে পারেননি। তবে এদিন সুনীলদের জয়ের পরই জিরি পেসেক, স্টিফেন কনস্ট্যানটাইনের পরে তৃতীয় বিদেশি কোচ হিসেবে ভারতকে সাফ ট্রফি এনে দিলেন।