নয়াদিল্লি: বহুদিন ধরে মারুতি-সুজুকির (Maruti Suzuki)এই গাড়ি নিয়ে কৌতূহল ছিল অটো ব্লগারদের মধ্যে। অবশেষে ভারতের বুকে আসতে চলেছে সুজুকির সেই গাড়ি। অফরোডার জিমনির টিজার ছেড়েছে কোম্পানি। 


Maruti Suzuki Jimny লঞ্চের তারিখ:
আর বেশিদিন নেই। ২০২২ সালেই দেশে লঞ্চ হতে পারে মারুতি-সুজুকির বহু প্রতীক্ষিত গাড়ি জিমনি(Maruti Suzuki Jimny)। সম্প্রতি নেক্সা-র সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে ছাড়া হয়েছে এই টিজার। যেখানে বলা হয়েছে, " নতুন কোনও গাড়ি এসেছে। যা বিভিন্ন ধরনের রাস্তায় ওয়াইল্ড অ্যাডভেঞ্চারাস রাইড নিয়ে বেড়াচ্ছে। প্রশ্ন হচ্ছে, এই গাড়ির নাম কী ? " নেক্সার এই টিজারে প্রশ্ন জেগেছে সবার মনে। তবে কি এবার অফরোডার জিমনি আনছে কোম্পানি ?


Maruti Suzuki Jimny Update:
আন্তর্জাতিক বাজারে অনেক আগে থেকেই চলছে মারুতি-সুজুকির এই গাড়ি। হরিয়ানার মানেসর প্লান্টে তৈরি হয় মারুতি সুজুকি জিমনির তিনটি দরজার ভ্যারিয়েন্ট। যা এখান থেকেই বিশ্ব বাজারে রফতানি করা হয়। ভারতের বাজারে এলে এই গাড়ির সঙ্গে সরাসরি টক্কর হবে মহিন্দ্রা থার ও ফোর্স গুরখার। যদিও থার ও গুরখার থেকে সাইজে ছোট হতে পারে এই অফরোডার এসইউভি। চার মিটারের মধ্যে বা তার থেকে সামান্য বড় হতে পারে এই গাড়ি। তবে টল স্টান্স আর ভালো গ্রাউন্ড ক্লিয়ারেন্সের জন্য বিশ্ববাজারে ইতিমধ্যেই সুনাম অর্জন করেছে মারুতির এই গাড়ি।


Maruti Suzuki Jimny-তে কী ইঞ্জিন দেবে কোম্পানি ?
নেক্সার টিজারে দেখা গিয়েছে, বালির রাস্তা ধরে গেছে একটা গাড়ি। যার ফলে অফরোডার ডেজার্ট ট্রেইল টায়ারের ছাপ পড়ে গিয়েছে বালিতে। যা মারুতি জিমনিতে আগে থেকেই রয়েছে। শোনা যাচ্ছে, ভারতে তিন দরজার পরিবর্তে ৫ দরজার জিমনি আনবে কোম্পানি। সেই ক্ষেত্রে সাইজ এক হলেও বদলে যাবে ইন্টিরিয়র ডিজাইন। বিশ্ব বাজারে জিমনিতে দেওয়া হয়েছে ১.৪ লিটার টার্বো চার্জড হাইব্রিড পেট্রল ইঞ্জিন।তবে শোনা যাচ্ছে, ভারতের জন্য ১.৫ লিটারের K15B পেট্রেল ইঞ্জিন দিতে পারে মারুতি। Vitara Brezza, Ciaz, Ertiga ও XL6-এ পাওয়া যায় এই ইঞ্জিন।


আরও পড়ুন : Tata Punch: আশ্বস্ত হবেন ক্রেতা, সুরক্ষার পরীক্ষায় এই নম্বর পেল পাঞ্চ


আরও পড়ুন : Audi Q5 Launch : ভারতে প্রোডাকশন শুরু, কবে লঞ্চ হবে এই প্রিমিয়াম এসইউভি ?


আরও পড়ুন : Bajaj Pulsar 250 আসছে বাজারে, জেনে নিন কী থাকছে নতুন ফিচারস