লন্ডন: ক্রিকেটের বদলা হকিতে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে যখন বিরাট কোহলির দল হারের মুখে, ঠিক তখনই একই শহরে হকি বিশ্ব লিগের সেমি-ফাইনালের ম্যাচে পাকিস্তানকে ৭-১ গোলে বিধ্বস্ত করল ভারত। জোড়া গোল করলেন হরমনপ্রীত সিংহ, তলবিন্দর সিংহ ও আকাশদীপ সিংহ। একটি গোল করেন পরদীপ মোরে। শেষদিকে পাকিস্তানের পক্ষে ব্যবধান কমান মহম্মদ উমর। এই জয়ের ফলে গ্রুপ বি-র শীর্ষে চলে গেল ভারত।
কাগজে কলমে পিছিয়ে থাকা পাকিস্তানের বিরুদ্ধে শুরু থেকেই ছিল অল্টম্যান্সের ভারতের দাপট। হরমনপ্রীতের গোলে শুরুতেই এগিয়ে যায় ভারত। এরপর শুধুই লন্ডনে শুরু নীল জার্সির দাপট। তলবিন্দর-আকাশদীপ-পরদীপের ত্রিফলা আক্রমণের সামনে অসহায় হয়ে পড়ে পাকিস্তান। শুরু থেকে শেষপর্যন্ত দাপট দেখিয়ে ম্যাচ জেতে ভারত। মঙ্গলবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে পরবর্তী ম্যাচে খেলবে ভারত।
হকিতে পাকিস্তানকে ৭-১ গোলে উড়িয়ে দিল ভারত
Web Desk, ABP Ananda
Updated at:
18 Jun 2017 08:44 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -