কাগজে কলমে পিছিয়ে থাকা পাকিস্তানের বিরুদ্ধে শুরু থেকেই ছিল অল্টম্যান্সের ভারতের দাপট। হরমনপ্রীতের গোলে শুরুতেই এগিয়ে যায় ভারত। এরপর শুধুই লন্ডনে শুরু নীল জার্সির দাপট। তলবিন্দর-আকাশদীপ-পরদীপের ত্রিফলা আক্রমণের সামনে অসহায় হয়ে পড়ে পাকিস্তান। শুরু থেকে শেষপর্যন্ত দাপট দেখিয়ে ম্যাচ জেতে ভারত। মঙ্গলবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে পরবর্তী ম্যাচে খেলবে ভারত।
হকিতে পাকিস্তানকে ৭-১ গোলে উড়িয়ে দিল ভারত
Web Desk, ABP Ananda
Updated at:
18 Jun 2017 08:44 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
লন্ডন: ক্রিকেটের বদলা হকিতে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে যখন বিরাট কোহলির দল হারের মুখে, ঠিক তখনই একই শহরে হকি বিশ্ব লিগের সেমি-ফাইনালের ম্যাচে পাকিস্তানকে ৭-১ গোলে বিধ্বস্ত করল ভারত। জোড়া গোল করলেন হরমনপ্রীত সিংহ, তলবিন্দর সিংহ ও আকাশদীপ সিংহ। একটি গোল করেন পরদীপ মোরে। শেষদিকে পাকিস্তানের পক্ষে ব্যবধান কমান মহম্মদ উমর। এই জয়ের ফলে গ্রুপ বি-র শীর্ষে চলে গেল ভারত।
কাগজে কলমে পিছিয়ে থাকা পাকিস্তানের বিরুদ্ধে শুরু থেকেই ছিল অল্টম্যান্সের ভারতের দাপট। হরমনপ্রীতের গোলে শুরুতেই এগিয়ে যায় ভারত। এরপর শুধুই লন্ডনে শুরু নীল জার্সির দাপট। তলবিন্দর-আকাশদীপ-পরদীপের ত্রিফলা আক্রমণের সামনে অসহায় হয়ে পড়ে পাকিস্তান। শুরু থেকে শেষপর্যন্ত দাপট দেখিয়ে ম্যাচ জেতে ভারত। মঙ্গলবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে পরবর্তী ম্যাচে খেলবে ভারত।
কাগজে কলমে পিছিয়ে থাকা পাকিস্তানের বিরুদ্ধে শুরু থেকেই ছিল অল্টম্যান্সের ভারতের দাপট। হরমনপ্রীতের গোলে শুরুতেই এগিয়ে যায় ভারত। এরপর শুধুই লন্ডনে শুরু নীল জার্সির দাপট। তলবিন্দর-আকাশদীপ-পরদীপের ত্রিফলা আক্রমণের সামনে অসহায় হয়ে পড়ে পাকিস্তান। শুরু থেকে শেষপর্যন্ত দাপট দেখিয়ে ম্যাচ জেতে ভারত। মঙ্গলবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে পরবর্তী ম্যাচে খেলবে ভারত।
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -