দৃষ্টিহীনদের টি-২০ বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারাল ভারত
Web Desk, ABP Ananda | 04 Feb 2017 08:02 PM (IST)
আমদাবাদ: দৃষ্টিহীনদের টি-২০ বিশ্বকাপে ফের জয় পেল ভারত। সর্দার পটেল স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৯ উইকেটে হারিয়ে দিল ভারত। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৮৬ রান করে শ্রীলঙ্কা। চন্দন দেশপ্রিয় ৬২ রান করেন। ভারতের হয়ে সুনীল তিনটি এবং অজয় কুমার দুটি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৩.৩ ওভারেই ম্যাচ জিতে নেয় ভারত। প্রকাশ ৯৯ এবং কেতন পটেল ৫৬ রানে অপরাজিত থাকেন। গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি ও ভারতীয় দলের উইকেটকিপার পার্থিব পটেল এই ম্যাচ দেখতে হাজির ছিলেন। গুজরাতের মুখ্যমন্ত্রী তাঁর রাজ্যের দৃষ্টিহীন ক্রিকেটারদের পাশে থাকার আশ্বাস দেন।